Jose Mourinho

রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ফের চাকরি খোয়ালেন জোসে মোরিনহো

ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণে 'দ্য স্পেশাল ওয়ান' খ্যাত মোরিনহোর চাকরি গেল বলে মনে করছে ফুটবল মহল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৭:৪৩
Share:

রিয়াল মাদ্রিদ,চেলসি,ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এ বার টটেনহ্যাম হটস্পার থেকে ছাঁটাই হলেন জোসে মোরিনহো। ফাইল চিত্র

রিয়াল মাদ্রিদ,চেলসি,ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এবার কারাবাও কাপের ফাইনালের মাত্র ছয় দিন আগে চাকরি খোয়ালেন টটেনহ্যাম হটস্পারের মুখ্য প্রশিক্ষক জোসে মোরিনহো। ঘরোয়া লিগ এবং ইউরোপা লিগে ব্যর্থতার কারণে 'দ্য স্পেশাল ওয়ান' খ্যাত মোরিনহোর চাকরি গেল বলে মনে করছে ফুটবল মহল। সোমবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মোরিনহো এবং তার সহ প্রশিক্ষকদের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ।

Advertisement

২০১৯ সালের নভেম্বরে মরিসিও পচেত্তিনোকে সরিয়ে মোরিনহোর হাতে টটেনহ্যামের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। আগামী ২৫ এপ্রিল ওয়েম্বলিতে ম্যান সিটির বিপক্ষে ফাইনালে খেলতে নামবে টটেনহ্যাম। আপাতত ছোটদের দলের দায়িত্বে থাকা রিয়ান ম্যাসন এবং ক্রিস পাওয়েল দলের দায়িত্ব সামলাবেন। কারণ রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর এ বার টটেনহ্যাম থেকে চাকরি গেল মোরিনহোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement