অলিম্পিক্সে প্রতিবাদ নিষিদ্ধ। ফাইল ছবি
মনে করা হয়েছিল নিয়মে বদল আনা হবে। কিন্তু অলিম্পিক্সের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে বা মুঠো তুলে প্রতিবাদ জানালেন পেতে হবে শাস্তি। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি)।
আইওসি-র ৫০ নম্বর ধারা অনুযায়ী রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবিদ্বেষ সংক্রান্ত কোনও ঘটনার প্রতিবাদ অলিম্পিক্সের কেন্দ্র বা পোডিয়ামে দাঁড়িয়ে করা যায় না। তবে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস মুভমেন্ট’-এর পর অনেকেই দাবি করেছিলেন, প্রতিবাদ করার অনুমতি দেওয়া হোক। এই তালিকায় ছিলেন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থার সচিব সেবাস্তিয়ান কো।
বৃহস্পতিবার আইওসি-র অ্যাথলিট কমিশনের প্রধান কার্স্টি কভেন্ট্রি জানিয়েছেন, নিয়ম কার্যকর করার জন্য ক্রীড়াবিদদের কাছেই প্রশ্ন করা হয়েছিল। বেশিরভাগ ক্রীড়াবিদই নাকি প্রতিবাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। তাঁর কথায়, “প্রতিযোগিতার জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয় এমন কোনও কাজ আমরা করতে পারি না।”