Brian Lara

সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে কার নাম করলেন ব্রায়ান লারা?

আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের উদ্যোগে লারার জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানে ১৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ২০:১১
Share:

ব্রায়ান লারা ফাইল ছবি

ক্রিকেটের অন্যতম সেরা বর্ণময় চরিত্র বলা হয় ব্রায়ান লারাকে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নিজের চোখের সামনে একাধিক ভাল ব্যাটসম্যানকে খেলতে দেখেছেন। অনেকের খেলার কথা শুনেওছেন। তাই সর্বকালের সেরা ব্যাটসম্যান বেছে নিতে গিয়ে তিনি কিছুতেই একজনের নাম নিতে পারলেন না।

Advertisement

আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলের উদ্যোগে লারার জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানে ১৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জেসন হোল্ডার এবং আব্দুল সামাদের প্রশংসা যেমন করেছেন, তেমনই সব থেকে মজার সহ-ধারাভাষ্যকার হিসেবে গ্রেম সোয়ানের নাম করেছেন তিনি।

তবে সর্বকালের সেরার উত্তরে লারা বলেছেন, “বিভিন্ন যুগে এর উত্তর বিভিন্ন রকম। আমার পক্ষে একজনকে বেছে নেওয়া খুবই মুশকিলের কাজ। অতীতের দিন হলে অবশ্যই ডন ব্র্যাডম্যানের নাম নিতে হবে। আরও আছে, স্যর গালফিল্ড সোবার্স, অসামান্য অলরাউন্ডার, স্যর ভিভিয়ান রিচার্ডস, দুরন্ত ব্যাটসম্যান।”

Advertisement

লারার সংযোজন, “আমার সময়ে অলরাউন্ড দক্ষতা ছিল জ্যাক কালিসের। সচিন তেন্ডুলকর অসাধারণ ব্যাটসম্যান ছিল। তাই সেরার নাম করতে গেলে এদের নাম নিতেই হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement