ব্যক্তিগত প্রশিক্ষক পার্ক তায়ে সাং ও কর্তাদের সঙ্গে পিভি সিন্ধু। ছবি - টুইটার
২০১৬ সালে রিয়োর পর এ বার টোকিয়ো অলিম্পিক্স। পিভি সিন্ধুর বিজয়রথ চলছেই। আর তাই তাঁকে দেখার জন্য ভিড় উপচে পড়া খুবই স্বাভাবিক। তেমনই ছবি ধরা পড়ল মঙ্গলবার। এ দিন দুপুরে নয়াদিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে পা রাখেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই ব্যাডমিন্টন তারকা।
সিন্ধুর সঙ্গে তাঁর ব্যক্তিগত প্রশিক্ষক পার্ক তায়ে সাংও ছিলেন। দেশে পা রেখে সিন্ধু বলেন, “আমি আজ খুব খুশি। দারুণ অনুভূতি হচ্ছে। দেশের ব্যাডমিন্টন সংস্থার পাশাপাশি যারা আমাকে সাহায্য করে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
তাঁকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন ব্যাডমিণ্টন সংস্থা ও সাই(স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া)-র কর্তারা। বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে হইচই পড়ে যায় ৷ সিন্ধুকে একঝলক দেখার জন্য সবাই একেবারে উৎসুক ছিল।