ডানকুনি দিয়ে চলা একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেসকে কাজ চলাকালীন নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে। —প্রতীকী চিত্র।
শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে একযোগে দু’টি গুরুত্বপূর্ণ সেতুর গার্ডার প্রতিস্থাপন
সংক্রান্ত কাজের জন্য আজ, বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন ওই দুই ডিভিশন মিলিয়ে শতাধিক ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে রেল সেতুর গার্ডার বদল করা হবে। অন্য দিকে, হাওড়ায় নির্মীয়মাণ বারাণসী রোড ওভারব্রিজের গার্ডার স্থাপন করার কাজ চলবে। এই পর্বের মাঝে আজ, ২৩ জানুয়ারি এবং আগামী ২৬ জানুয়ারি ছুটি থাকলেও ট্রেন বাতিলের কারণে যাত্রীদের সফরে ভোগান্তির আশঙ্কা রয়েছে। একাধিক লোকাল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছুটতে পারে বলেও আশঙ্কা করছেন নিত্যযাত্রীদের একাংশ।
উল্লেখ্য, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর প্রায় ৯৫ বছরের পুরনো গার্ডার বদলের জন্য ওই শাখায় বুধবার মাঝরাত থেকে আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকছে। ওই শাখায় দৈনিক বাতিল থাকবে ২২ জোড়া লোকাল ট্রেন।
এ ছাড়া, ডানকুনি দিয়ে চলা একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেসকে কাজ চলাকালীন নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে। সেগুলির মধ্যে শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস ছাড়াও রয়েছে বিকানের দুরন্ত, জম্মু-তাওয়াই এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা,
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। সংশ্লিষ্ট ট্রেনগুলি নৈহাটি-ব্যান্ডেল হয়ে চলাচল করার জন্য ওই শাখাতেও বাড়তি ট্রেনের চাপ পড়বে। সে কারণে
শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত শাখায় তিন জোড়া এবং নৈহাটি-ব্যান্ডেল শাখায় আট
জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
পাশাপাশি, মধ্যমগ্রাম, দত্তপুকুর, দমদম ক্যান্টনমেন্ট এবং বর্ধমান শাখায় এক জোড়া করে ট্রেন বাতিল থাকছে। ট্রেন বাতিল থাকবে বারুইপাড়া শাখাতেও। সব মিলিয়ে প্রায় ৩৯ জোড়া
লোকাল ট্রেন ওই সময়ে বাতিল থাকবে।
ডানকুনি শাখায় সেতুর কাজ চলার সময়ে শিয়ালদহ থেকে আসানসোল, সিউড়ি,
জঙ্গিপুর রোড ছাড়াও কলকাতা-বালুরঘাট এবং কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। প্রায় ২২০ মিটার লম্বা সিসিআর সেতুর গার্ডার বদলের কাজ চলাকালীন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং শিয়ালদহ-পুরী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে। সেই সঙ্গে শিয়ালদহ-ডানকুনি শাখা ছাড়াও শিয়ালদহের অন্যান্য শাখা মিলিয়ে প্রতিদিন ৭৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর ফলে শিয়ালদহ উত্তর এবং মেন শাখার যাত্রীদের বিভিন্ন ট্রেন পেতে গিয়ে দেরির মুখোমুখি হওয়ার আশঙ্কাও থাকছে।
পাশাপাশি, হাওড়া ডিভিশনের ক্ষেত্রে আজ, বৃহস্পতিবার থেকে আগামী রবিবার ২৬
জানুয়ারির মধ্যে বারাণসী রোড সেতুর গার্ডার স্থাপনের কাজ চলবে। নির্মীয়মাণ ওই সেতুর কাজের জন্য হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় প্রায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে সব থেকে বেশি ট্রেন বাতিল থাকছে হাওড়া থেকে ব্যান্ডেল এবং শেওড়াফুলির মধ্যে। হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে ৩০টি এবং শেওড়াফুলির মধ্যে ২২টি ট্রেন বাতিল থাকবে। এ ছাড়াও, হাওড়া থেকে বেলুড় মঠ এবং শ্রীরামপুরের মধ্যে চলা এক জোড়া করে ট্রেন বাতিল থাকছে। বন্ধ থাকবে ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি স্পেশ্যালও। এই সময়ে যাত্রীদের অসুবিধা সামাল দিতে হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে চার জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল। তবে, হাওড়া থেকে বর্ধমানের মধ্যে কর্ড এবং মেন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে।