India

Tokyo 2020: সিন্ধু, মেরি কমদের জন্য ভিডিয়োতে মোদী, কোহলী, মিতালিরা

গত ২৭ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টোকিয়ো যাওয়া অ্যাথলিটদের উৎসাহিত করতে এই ‘চিয়ার ফর ইন্ডিয়া’ প্রচার শুরু করেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৬:৩৮
Share:

অলিম্পিক্স অভিযানের আগে ভারতীয় দলের উৎসাহ যোগাচ্ছেন বিরাট কোহলী। ছবি - টুইটার

সূর্যোদয়ের দেশে নতুন ভারতের উদয় হবে। এ বারের অলিম্পিক্সে ইতিহাস গড়বে ভারত। এই শুভেচ্ছা নিয়ে পি ভি সিন্ধু, মেরি কম-দের উজ্জীবিত করলেন বিরাট কোহলী, মিতালি রাজরা

Advertisement

বিসিসিআই-এর টুইটারে সেই ভিডিয়ো তুলে ধরা হয়েছে। ৪০ সেকেন্ডের এই ভিডিয়োর স্লোগান হল ‘চিয়ার ফর ইন্ডিয়া’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও বিসিসিআই-এর উদ্যোগে এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। গত ২৭ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টোকিয়ো যাওয়া অ্যাথলিটদের উৎসাহিত করতে এই ‘চিয়ার ফর ইন্ডিয়া’ প্রচার শুরু করেছিলেন।

Advertisement

ভারতীয় দলের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। ফাইল চিত্র।

করোনা আতঙ্কের মধ্যেও এ বার টোকিয়োতে অলিম্পিক্সের আসর বসছে। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতিযোগিতা। চলবে ৮ অগস্ট পর্যন্ত। দেশের জার্সি গায়ে চাপিয়ে এ বার ১০০-র বেশি অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন।

এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের সময় তেরঙ্গা পতাকা বয়ে নিয়ে যাবেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি কম। তাঁর সঙ্গে থাকবেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement