Mobile Camera in Washroom

মোবাইলের ক্যামেরা চালু করে লুকানো মহিলাদের শৌচালয়ে! দিল্লির ঘটনায় ধৃত হাসপাতালের কর্মী

দিল্লির দ্বারকায় এক হাসপাতালে মহিলাদের শৌচালয় থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন। অভিযোগ, মোবাইলের ক্যামেরা চালু করে সেটি লুকিয়ে রাখা ছিল শৌচালয়ে। ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
Share:

মোবাইলের ক্যামেরা চালু করে মহিলাদের শৌচালয়ে লুকিয়ে রাখার অভিযোগ দিল্লির হাসপাতালে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মোবাইলের ক্যামেরা চালু করে সেটি মহিলাদের শৌচালয়ে লুকিয়ে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লির পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায় এক সরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই হাসপাতালেরই সাফাইকর্মী। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে হাসপাতালে।

Advertisement

শৌচালয়ে মোবাইল ফোন লুকিয়ে রাখার বিষয়টি প্রথম নজরে আসে এক মহিলা কর্মীর। তিনি শৌচালয়ে প্রবেশ করার পর মোবাইলটি বেজে ওঠে। তাতেই বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। হাসপাতাল থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুক্রবার ওই মোবাইলটি বাজেয়াপ্ত করে। ঘটনায় সন্দেহভাজন এক সাফাইকর্মীকে গ্রেফতারও করে পুলিশ। পুলিশের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, অভিযুক্ত জেরায় নিজের দোষ স্বীকার করেছেন। গত প্রায় এক মাস ধরে ওই সাফাইকর্মী এই কাণ্ড ঘটাচ্ছেন বলেও পুলিশ সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে কোনও আপত্তিকর ছবি বা ভিডিয়ো পাওয়া যায়নি। তবে কোনও আগে কোনও ভিডিয়ো করা হয়েছিল কি না, বা কোনও ফাইল গোপন করা রয়েছে কি না— তা খতিয়ে দেখতে মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, শৌচালয়ে মোবাইল লুকিয়ে রাখলেও তাতে কোনও ভিডিয়ো রেকর্ড করে উঠতে পারেননি অভিযুক্ত। তবে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

Advertisement

নভেম্বরের শেষের দিকে প্রায় এক ধরনের একটি অভিযোগ উঠে এসেছিল তামিলনাড়ুর এক সরকারি হাসপাতালেও। হাসপাতালের শৌচালয়ে গোপন ক্যামেরা বসিয়ে রাখার অভিযোগে সেখানকার এক জুনিয়র ডাক্তারকে গ্রেফতার করেছিল পুলিশ। চলতি সপ্তাহেই নয়ডার একটি স্কুলে শিক্ষিকাদের শৌচালয়ে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলের মালিককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement