Accident

ধাক্কা মারার পর ৩০ কিমি টেনে নিয়ে গেল সরকারি কর্তার গাড়ি! উত্তরপ্রদেশে মৃত্যু বাইকচালকের

পুলিশ জানিয়েছে, মৃতের নাম নরেন্দ্রকুমার হালদার। তিনি প্রয়াগপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে কাজ সেরে নানপারা-বহরাইচ সড়ক ধরে বাড়িতে ফিরছিলেন নরেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫
Share:

দুর্ঘটনায় মৃত্যু বাইকচালকের। প্রতিনিধিত্বমূলক ছবি।

এক বাইকচালককে ধাক্কা মারার পর ৩০ কিলোমিটার টেনে নিয়ে গেল উত্তরপ্রদেশের এক সরকারি কর্তার গাড়ি। আর তাতেই মৃত্যু হয় বাইকচালকের। লখনউয়ের এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরাইচের কাছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম নরেন্দ্রকুমার হালদার। তিনি প্রয়াগপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে কাজ সেরে নানপারা-বহরাইচ সড়ক ধরে বাড়িতে ফিরছিলেন নরেন্দ্র। সেই সময় রাজস্ব দফতরের এক কর্তার গাড়ি নরেন্দ্রর বাইকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাইকটি গাড়ির সামনে আটকে যায়। তার সঙ্গে নরেন্দ্রও। ওই অবস্থাতেই চালক গাড়ি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। ৩০ কিলোমিটার ও ভাবে নরেন্দ্র এবং তাঁর বাইকটিকে হিঁচড়ে নিয়ে যান চালক। আর তাতেই মৃত্যু হয় নরেন্দ্রর।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার সময় রাজস্ব দফতরের কর্তা শৈলেশকুমার অবস্থি গাড়িতেই ছিলেন। জেলাশাসক মণিকা রানি জানিয়েছেন, ওই সরকারি কর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। গাড়িচালক মেরাজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নরেন্দ্রর মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার। সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন। নরেন্দ্র তিন সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, যে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে, সেই রাস্তার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement