মারিজা সিসাক। ছবি: ডব্লিউ টি এ
ভোরে কোপা আমেরিকার পর সন্ধেবেলা উইম্বলডন ফাইনাল। সকালে ইতিহাস গড়লেন লিয়োনেল মেসি। সন্ধেবেলা নোভাক জোকোভিচ বা মাত্তেয়ো বেরেত্তিনি যিনিই জিতুন, ইতিহাস গড়বেন। তবে সেই ম্যাচে ইতিহাস গড়বেন মারিজা সিসাকও।
উইম্বলডন শুরু হয় ১৮৭৭ সালে। এখনও অবধি কোনও মহিলা আম্পায়ারকে দেখা যায়নি পুরুষদের ফাইনালে চেয়ারে বসতে। রবিবার সেটাই করতে চলেছেন মারিজা। জোকোভিচ বনাম বেরেত্তিনি ম্যাচে দেখা যাবে তাঁকে। শনিবার ক্রোয়েশিয়ার ৪৩ বছরের মারিজার নাম চেয়ার আম্পায়ার হিসেবে জানায় অল ইংল্যান্ড ক্লাব।
২০১২ সাল থেকে ডব্লিউ টি এ-এর এলিট গ্রুপে রয়েছেন মারিজা। গোল্ড ব্যাজ প্রাপ্ত আম্পায়ার তিনি।
জোকোভিচ বনাম বেরেত্তিনি ম্যাচে দেখা যাবে মারিজাকে। ছবি: রয়টার্স
ছেলেদের ফাইনালে প্রথম বার হলেও মেয়েদের ফাইনালে আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৪ সালে উইম্বলডনে মেয়েদের ফাইনালের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ২০১৭ সালে মেয়েদের ডাবলসের ফাইনালেও আম্পায়ার ছিলেন মারিজা। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন তিনি। এ বার দায়িত্ব ছেলেদের ফাইনালের।