T20 World Cup 2024

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ভেস্তে গেলে কী হবে? ম্যাচ ‘টাই’ হলে ফয়সালা কী ভাবে?

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ যদি ভেস্তে যায় তা হলে কী হবে? যদি দু’দলের ম্যাচ টাই হয় সে ক্ষেত্রে সুপার ওভার হবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ২১:৪৩
Share:

ভারতীয় দল। ছবি: পিটিআই।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। গোটা প্রতিযোগিতাতেই চিন্তায় রেখেছে আবহাওয়া। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে নষ্ট হয়েছে দু’ঘণ্টারও বেশি। ফাইনাল যদি ভেস্তে যায়, তা হলে কী হবে? যদি দু’দলের ম্যাচ টাই হয় সে ক্ষেত্রে সুপার ওভার হবে?

Advertisement

শনিবার বার্বাডোজ়‌ে যদি বৃষ্টি হয়, তা হলেও চিন্তার কোনও কারণ নেই। ফাইনালের জন্য এক দিন রিজ়ার্ভ ডে রাখা আছে। কোনও কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে, তা সম্পূর্ণ করা যাবে রবিবার। তবে দু’দিনই যদি খেলা আয়োজন না করা যায়, সে ক্ষেত্রে দু’দল যুগ্ম ভাবে ট্রফি জিতবে। না খেলেও প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে।

তবে ‘টাই’-এর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার ‘টাই’ হয়, তা হলে দ্বিতীয় বার সুপার ওভার হবে। যত ক্ষণ না ম্যাচের নিষ্পত্তি হচ্ছে, তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

Advertisement

আসলে, ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছে আইসিসি। সে বার ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার, দু’টিই টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড। সেই নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয়। তার পরেই নিয়ম বদল করে আইসিসি জানায়, ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement