T20 World Cup 2024

ভারত জিততেই পাঁচ শব্দের টুইট, শ্বশুরবাড়িকে খোঁচা দিয়ে ‘শুভরাত্রি’ যুবরাজের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর উচ্ছ্বসিত যুবরাজ সিংহ। ভারতের প্রাক্তন অলরাউন্ডার পাঁচ শব্দের একটি পোস্ট করেছেন। সেখানে খোঁচা দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ১৮:৩২
Share:

যুবরাজ সিংহ। — ফাইল চিত্র।

বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। শনিবার তারা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইংল্যান্ডকে হারানোর পর উচ্ছ্বসিত যুবরাজ সিংহ। ভারতের প্রাক্তন অলরাউন্ডার পাঁচ শব্দের একটি পোস্ট করেছেন, যেখানে রোহিত শর্মাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কটাক্ষ করেছেন শ্বশুরবাড়ির লোকজনকেও।

Advertisement

যুবরাজ রোহিতদের উদ্দেশে লিখেছেন, “দারুণ খেলেছ তোমরা।” এর পরেই শ্বশুরবাড়ির লোকজনকে লিখেছেন, “শুভরাত্রি।” অনেকেই যুবরাজের পোস্টের অর্থ বুঝতে পারেননি। আসলে, যুবরাজ বিয়ে করেছেন অভিনেত্রী হ্যাজেল কিচকে। হ্যাজেলের জন্ম ইংল্যান্ডে এবং বড়ও হয়েছেন সেখানেই। ফলে সেই দেশের সঙ্গে যুবরাজেরও একটা যোগাযোগ রয়েছে। সেই সুবাদেই শ্বশুরবাড়ির লোকজনকে কটাক্ষ করেছেন তিনি। যুবরাজের হাস্যরসের প্রশংসা করেছেন অনেকেই।

বৃহস্পতিবার আগে ব্যাট করে ভারত ১৭১/৭ রান তোলে। রোহিত শর্মা অর্ধশতরান করেন। সূর্যকুমার যাদব ৪৭ করেন। জবাবে অক্ষর পটেল এবং কুলদীপ যাদবের বোলিংয়ের সৌজন্যে ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

Advertisement

এ দিকে, শনিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে তাঁরা কেমন ক্রিকেট খেলতে চান, সে কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেছেন, “দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা এ বার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।”

রোহিত এই ম্যাচেও অর্ধশতরান করেছেন। কিন্তু আরও এক বার ব্যর্থ হয়েছেন বিরাট। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তাঁর ব্যাটে রান নেই। তাতে অবশ্য বেশি চিন্তা করছেন না রোহিত। ফাইনালেও বিরাটই ওপেন করবেন বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেছেন, “বিরাট কেমন ক্রিকেটার, তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ও-ই ওপেন করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement