T20 World Cup 2024

৫ নজির: টি-টোয়েন্টি বিশ্বকাপে কী কী কীর্তি গড়তে পারেন রোহিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পাশাপাশি রোহিতের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ২০ ওভারের ক্রিকেটে পাঁচটি নজির গড়তে পারেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:৩৯
Share:

রোহিত শর্মা। ছবি: আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ জুন রোহিত শর্মাদের প্রতিপক্ষ পাকিস্তান। ভারতীয় দলের পারফরম্যান্সের পাশাপাশি, ক্রিকেটপ্রেমীদের আলাদা নজর থাকবে অধিনায়কের দিকেও। পাঁচটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রোহিত।

Advertisement

১) ভারতীয় দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে দেশের প্রথম ক্রিকেটার হিসাবে দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবেন ভারতীয় দলের অধিনায়ক। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন রোহিত। এ বারের বিশ্বকাপের দলে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ধোনির সেই দলে ছিলেন।

২) এখনও পর্যন্ত ১৫১টি ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে রোহিত ছক্কা মেরেছেন ১৯০টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতগুলি ছক্কা বিশ্বের আর কোনও ব্যাটার মারতে পারেননি। আসন্ন বিশ্বকাপে ১০টি ছক্কা মারতে পারলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০টি ছয় মারার নজির গড়বেন তিনি।

Advertisement

৩) এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৭২টি ম্যাচ খেলেছেন রোহিত। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ছক্কা মেরেছেন ৫৯৭টি। তাঁর দরকার আর তিনটি ছয়। তা হলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছক্কা মারার নজির গড়বেন ভারতীয় দলের অধিনায়ক।

৪) ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪১টি জয় পেয়েছেন রোহিত। ধোনিও ভারতের অধিনায়ক হিসাবে ৪১টি ২০ ওভারের ম্যাচে জয় পেয়েছিলেন। দু’জনে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধোনিকে টপকে যেতে পারেন রোহিত। ভারতীয় দল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলে অধিনায়ক হিসাবে ৪২তম ম্যাচ জিতে নতুন নজির গড়বেন রোহিত।

গ্রাফিক: সৌভিক দেবনাথ।

৫) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান রয়েছে রোহিতের। সবচেয়ে বেশি শতরানের নজির তাঁরই। যদিও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল যুগ্ম ভাবে তাঁর সঙ্গে শীর্ষে রয়েছেন। অসি অলরাউন্ডারকে টপকে একক ভাবে শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে রোহিতের সামনে।

এই পাঁচটি ছাড়া আরও একটি নজির গড়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব গড়তে পারেন রোহিত। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রোহিতের ৩৯৭৪ রান রয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ৪০৩৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত করেছেন ৯৬৩ রান। এ ক্ষেত্রেও শীর্ষে কোহলির ১১৪১। দু’ক্ষেত্রেই কোহলিকে টপকে শীর্ষে উঠে আসতে পারেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement