BCCI

T20 World Cup: বিশেষ কারণে মুম্বই গেলেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কা আবার প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৮:৫৬
Share:

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা। ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কর ছাড়ের বিষয় নিয়ে আলোচনা করার জন্য মুম্বই গিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে এই মুহূর্তে ভারতের কোভিড পরিস্থিতি ভাল নয়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে আবার শ্রীলঙ্কা প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। সেই বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।

Advertisement

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার আগে কর ছাড় থেকে শুরু করে আরও কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করার আছে। আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আইসিসি-কে জানাতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement