Wasim Jaffer

WTC Final 2021: বিলেতের মাটিতে কোহলীদের পুরনো বলিউড ছবির পুলিশ হতে বললেন ওয়াসিম জাফর

বেশ ভাল ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:৫৭
Share:

ওয়াসিম জাফর ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য গোপন পরামর্শ দিলেন ওয়াসিম জাফর। প্রাক্তন ভারতীয় ওপেনার একটি ইউটিউব চ্যানেলে বিরাটদের জন্য এই পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমি দুবার ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছি। তাই আমার পরামর্শ হবে পুরনো বলিউড ছবিতে পুলিশরা যা করত সেটাই ফাইনালে ব্যাট করার সময় করো।’’

Advertisement

ঠিক কী বোঝাতে চাইলেন জাফর তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ভারতীয় সমর্থকদের মধ্যে। অনেকে কমেন্টে লেখেন, ‘বলিউড ছবিতে অনেকটা দেরি করে পুলিশকে ঘটনাস্থলে ঢুকতে দেখা যায়। সেভাবেই রহানে, বিরাটদের সুইং ভাঙ্গার পর খেলার পরামর্শ দিচ্ছেন জাফর।’

বেশ ভাল ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। ইংল্যান্ডের দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। সাদাম্পটনের উইকেট থেকে সুবিধা পেতে পারেন জোরে বোলাররা। ছন্দে থাকা ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই পিচে। তাই প্রস্তুতিতে খামতি রাখছে না ভারত। প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকলেও নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement