US Fed cut interest

সুদ কমাল আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক, ঘোষণার পরই ভারতের বাজারে বড় পতন

ডিসেম্বরে আরও এক বার এক-চতুর্থাংশ হারে সুদ কমানোর ইঙ্গিত দিয়েছিল আমেরিকার প্রধান আর্থিক প্রতিষ্ঠানটি। সেই অনুযায়ী সুদের হার কমানোর ঘোষণা করল ফেডারেল রিজ়ার্ভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩
Share:

—প্রতীকী ছবি।

সুদের হার কমাল আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর দু’মাসে এই নিয়ে দ্বিতীয় বার সুদ হ্রাসের সিদ্ধান্ত নিল ফেডারেল ব্যাঙ্ক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছেন ফেডারেল রিজ়ার্ভের প্রধান জেরোম পাওয়েল। এর আগে নভেম্বর মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। ডিসেম্বরে আরও এক বার এক চতুর্থাংশ হারে সুদ কমানোর ইঙ্গিত দিয়েছিল আমেরিকার প্রধান আর্থিক প্রতিষ্ঠানটি। সেই অনুযায়ী সুদের হার কমানোর ঘোষণা করেন পাওয়েল। পাওয়েল বলেছেন, ঋণ নেওয়ার খরচ আরও কমানো ও উচ্চ মূল্যস্ফীতি কমানোর দাওয়াই হিসাবে সুদ হ্রাসের পথে হাঁটার এই সিদ্ধান্ত। ফেড ব্যাঙ্ক সুদের হার হ্রাস করায় আগামী দিনে আমেরিকায় ঋণের খরচ কমবে বলে আশা সে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

Advertisement

এই সিদ্ধান্তের ফলে ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। ফেডারেল রিজ়ার্ভের সুদ কমানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই এর নেতিবাচক প্রভাব প়ড়তে শুরু করেছে ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খোলার পর হাজার পয়েন্টেরও বেশি পতন দেখা যায় সেনসেক্সে। সকালেই ৮০ হাজারেরও নীচে নেমে গিয়েছে সেনসেক্স। ফেডারেল রিজ়ার্ভের সুদ কমানোর পরই ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম আরও কমেছে। প্রথম বারের মতো ডলারের দাম পৌঁছে যায় ৮৫ টাকায়।

আমেরিকার করা ঋণের উপর সুদের হার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কর কমানোর সিদ্ধান্ত যথেষ্ট কঠিন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও নির্বাচনী প্রচারে আমজনতার উপর থেকে কর পুরোপুরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

Advertisement

২০০২ সালের মুদ্রাস্ফীতি প্রত্যক্ষ করার পর থেকে আমেরিকা ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। পাওয়েল আরও জানিয়েছেন, ‘‘আর্থিক দিক থেকে আমেরিকার পায়ের নীচের জমি শক্ত।’’ নতুন পর্যায়ে প্রবেশ করে নতুন বছরে আরও সুদের হার কমানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন পাওয়েল।

শেয়ার বাজারে এর প্রভাব পড়লেও আমেরিকার ফেড ব্যাঙ্ক সুদের হার কমানোয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পাবে ভারত। এর জন্য কম সুদ গুনতে হবে নয়াদিল্লিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement