অশ্বিনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হল বলে মনে করছেন গাওস্কর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে বুধবার। সবথেকে বেশি আলোচনা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দলে ঢোকা নিয়ে। সুনীল গাওস্কর মনে করছেন, স্রেফ খুশি করার জন্য এই অফস্পিনারকে ভারতীয় দলে রাখা হয়েছে।
অশ্বিনের দলে ফেরাকে প্রথমে স্বাগত জানান গাওস্কর। বলেন, ‘‘এটা খুব ভাল খবর।’’
এরপরেই বলেন, প্রথম একাদশে অশ্বিন সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত নন তিনি। গাওস্করের বক্তব্য, ‘‘ও প্রথম একাদশে সুযোগ পাবে কি না, সেটাই বড় প্রশ্ন। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বিশ্বকাপের ১৫ জনের দলে ওর থাকাটা অবশ্যই ভাল খবর। ইংল্যান্ডেও তো ও ১৫ জনের দলে আছে। কিন্তু প্রথম দলে জায়গা পাচ্ছে না। আমার মনে হয়, সেই কারণেই সান্ত্বনা দেওয়া হয়েছে ওকে। ইংল্যান্ড সফরে ওকে খেলানো যাচ্ছে না। তাই বিশ্বকাপের দলে ওকে একটা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু আদৌ প্রথম একাদশে সুযোগ পাবে কিনা, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’’