T20 World Cup 2021

T20 World Cup 2021: ধোনি মেন্টর, ভয় পাচ্ছেন গাওস্কর, জন রাইটের মতো অবস্থা না হয় রবি শাস্ত্রীর

২০০৪ সালে ভারতীয় দলের পরামর্শদাতা হয়েছিলেন সানি। তখন দলের কোচ ছিলেন জন রাইট। গাওস্কর জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাইট ভয় পেয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১২:০০
Share:

ধোনিকে ভারতীয় দলের মেন্টর করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন গাওস্কর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতীয় দলের মেন্টর করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুনীল গাওস্কর। কিন্তু একই সঙ্গে তিনি ভয় পাচ্ছেন, দলে কোনও বিভেদ তৈরি হবে না তো? নিজের উদাহরণ দিয়ে গাওস্কর তাঁর এই ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

২০০৪ সালে ভারতীয় দলের পরামর্শদাতা হয়েছিলেন সানি। তখন দলের কোচ ছিলেন জন রাইট। গাওস্কর জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাইট ভয় পেয়ে গিয়েছিলেন। কোচের মনে হয়েছিল, গাওস্কর তাঁর জায়গা নিয়ে নেবেন। অবশ্য যেহেতু এখন রবি শাস্ত্রী কোচ, তাই গাওস্করের স্থির বিশ্বাস, সেরকম কিছু ঘটবে না।

Advertisement

একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘‘ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। চার বছর পরে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিল। কোনও সন্দেহ নেই, ওর অন্তর্ভুক্তি ভারতীয় দলকে সাহায্য করবে।’’

এরপরেই আশঙ্কার কথা জানিয়ে গাওস্কর বলেন, ‘‘২০০৪ সালে রাইট ভয় পেয়ে গিয়েছিল। ও ভেবে নিয়েছিল, আমি ওর জায়গা কেড়ে নেব। কিন্তু শাস্ত্রী জানে, কোচিংয়ে ধোনির কোনও আগ্রহ নেই। শাস্ত্রী-ধোনি জুটি যদি জমে যায়, কোহলীরা বিরাট লাভবান হবে। কিন্তু দল নির্বাচন বা পরিকল্পনা নিয়ে যদি দুজনের মত পার্থক্য হয়, তার প্রভাব পড়বে দলের উপর। প্রার্থনা করছি, যেন এগুলো না হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement