সাংবাদিক সম্মেলনে বাবরের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপে কোন দুই ক্রিকেটার নজর কাড়বেন?
আগামী রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তার আগে পাকিস্তানের এখনকার দলের ক্রিকেটাররা নানা ভাবে বিরাট কোহলী এবং তাঁর দলের উপর চাপ তৈরি করে যাচ্ছেন। আরও একবার সেই খেলায় নামলেন বাবর আজম।
পাকিস্তান অধিনায়ক জানিয়ে দিলেন, বিশ্বকাপে ভারতীয় দলের কোনও ক্রিকেটারের দিকে তিনি আলাদা করে নজর দেবেন না।
সাংবাদিক সম্মেলনে বাবরের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপে কোন দুই ক্রিকেটার নজর কাড়বেন? তিনি কোহলী বা রোহিত শর্মা, কারোরই নাম করেননি। বাবর বলেন, ‘‘ব্যাটার হিসেবে কেন উইলিয়ামসন এবং বোলার হিসেবে হাসান আলি এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হবে।’’
পরিসংখ্যান অনুযায়ী কোহলী, রোহিতের ধারেকাছে নেই উইলিয়ামসন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মোট রানে কোহলী শীর্ষে। তাঁর রান ৩১৫৯। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৯৩৯)। তিন নম্বরে রয়েছেন রোহিত। তাঁর রান ২৮৬৪। উইলিয়ামসন রয়েছেন ১৯ নম্বরে। তিনি ১৮০৫ রান করেছেন।