Babar Azam

T20 World Cup 2021: কোহলীদের বিরুদ্ধে বাগযুদ্ধে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নতুন বাণ

পাকিস্তানের এখনকার দলের ক্রিকেটাররা নানা ভাবে বিরাট কোহলী এবং তাঁর দলের উপর চাপ তৈরি করে যাচ্ছেন। আরও একবার সেই খেলায় নামলেন বাবর আজম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ০৯:৪৯
Share:

​​​​​​​সাংবাদিক সম্মেলনে বাবরের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপে কোন দুই ক্রিকেটার নজর কাড়বেন? 

আগামী রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তার আগে পাকিস্তানের এখনকার দলের ক্রিকেটাররা নানা ভাবে বিরাট কোহলী এবং তাঁর দলের উপর চাপ তৈরি করে যাচ্ছেন। আরও একবার সেই খেলায় নামলেন বাবর আজম।

পাকিস্তান অধিনায়ক জানিয়ে দিলেন, বিশ্বকাপে ভারতীয় দলের কোনও ক্রিকেটারের দিকে তিনি আলাদা করে নজর দেবেন না।

সাংবাদিক সম্মেলনে বাবরের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপে কোন দুই ক্রিকেটার নজর কাড়বেন? তিনি কোহলী বা রোহিত শর্মা, কারোরই নাম করেননি। বাবর বলেন, ‘‘ব্যাটার হিসেবে কেন উইলিয়ামসন এবং বোলার হিসেবে হাসান আলি এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হবে।’’

Advertisement

পরিসংখ্যান অনুযায়ী কোহলী, রোহিতের ধারেকাছে নেই উইলিয়ামসন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মোট রানে কোহলী শীর্ষে। তাঁর রান ৩১৫৯। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৯৩৯)। তিন নম্বরে রয়েছেন রোহিত। তাঁর রান ২৮৬৪। উইলিয়ামসন রয়েছেন ১৯ নম্বরে। তিনি ১৮০৫ রান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement