MS Dhoni

T20 World Cup 2021: ভারতীয় শিবিরে ধোনির প্রত্যাবর্তন, টি২০ বিশ্বকাপের অনুশীলন শুরু কোহলীদের

সোমবার সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দু’টি প্রস্তুতি ম্যাচই দুবাইতে খেলবে ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২২:৫২
Share:

ভারতীয় দলের অনুশীলনে ধোনি বিসিসিআই

টি২০ বিশ্বকাপের আগে নিভৃতবাস শেষ করে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। রবিবার সন্ধ্যায় দুবাইয়ের মাঠে অনুশীলনে নামল বিরাট কোহলীরা। অনুশীলনে হার্ডল করার সময় দেখা গিয়েছে মেন্টর মহেন্দ্র সিংহ ধোনিকে। পরের রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত।


রবিবার বিসিসিআই তাদের টুইটারে গোটা দলের ছবি দিয়ে লেখে, ‘আমরা চলে এসেছি।’সোমবার সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দু’টি প্রস্তুতি ম্যাচই দুবাইতে খেলবে ভারত।

Advertisement

অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল বিসিসিআই

রবিবার থেকেই টি২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের পর বিরাটদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৩১ অক্টোবর দুবাইয়ে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলবে ভারত। ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ১৪ নভেম্বর দুবাইয়ে টি২০ বিশ্বকাপের ফাইনাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement