Sunil Gavaskar

অভিষেকের ৫০ বছর, অভিনব উপহার পেতে চলেছেন সুনীল গাওস্কর

৬ মার্চ, ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল গাওস্করের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৬:৫০
Share:

মার্চেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বছর পূরণ হচ্ছে গাওস্করের। ফাইল ছবি

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) তরফে অভিনব উপহার পেতে চলেছেন সুনীল গাওস্কর। আগামী ৯ মার্চ ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে গাওস্করের নামে স্থায়ী বক্স হতে চলেছে। এ বছরই আন্তর্জাতিক অভিষেকের ৫০ বছর পূর্ণ হবে তাঁর। সেই উপলক্ষ্যেই কিংবদন্তি ব্যাটসম্যানকে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছে এমসিএ।

Advertisement

৬ মার্চ, ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল গাওস্করের। দুই ইনিংসে যথাক্রমে ৬৫ এবং অপরাজিত ৬৭ করেছিলেন তিনি। গোটা সিরিজে মোট ৭৭৪ করেন। অভিষেক সিরিজে কোনও ব্যাটসম্যানের মোট রানের নিরিখে যা আজও রেকর্ড। গাওস্করের সৌজন্যেই তৎকালীন আগুনে ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে হারিয়েছিল ভারত।

গাওস্করের নামে বক্স করার সিদ্ধান্ত গত জুলাইয়ে এমসিএ-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল। ওয়াংখেড়েতে তাঁর নির্দিষ্ট দুটি আসনকে ঘিরেই বক্স তৈরি করা হবে। শনিবার সভাপতি বিজয় পাটিলের ডাকে ওয়াংখেড়েতে এসেছিলেন গাওস্কর। কোথায় তাঁর বক্স হবে, সেটি ঘুরিয়ে দেখানো হয়। মোট ১০-১২টি আসন থাকবে ওই বক্সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement