FC Barcelona

মেসিকে রেখে দেওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে বার্সেলোনা

চার মরসুমে ৫৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় সই করেছিলেন মেসি।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৬:০০
Share:

মেসির চুক্তি পুনঃনবীকরণ করে আর্থিক সমস্যায় বার্সেলোনা ছবি টুইটার

বিপুল অর্থের বিনিময়ে লিয়োনেল মেসিকে এ মরসুমে রেখে দেওয়ায় আর্থিক দিক থেকে বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে বার্সেলোনা। চার মরসুমে ৫৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনের এই ক্লাবে সই করেছিলেন মেসি। এ বছরের জুন মাসে তাঁর চুক্তি শেষ হচ্ছে। গত মরসুমে চুক্তি পুনঃনবীকরণ করে ১১৫ মিলিয়ন ইউরো ও লয়্যালটি বোনাস হিসেবে ৭৯ মিলিয়ন ইউরো পেয়েছেন মেসি।

Advertisement

ইতিমধ্যেই ২০১৯-২০ মরশুমে বার্সেলোনার ঋণের পরিমাণ ১.২ বিলিয়ান ইউরো। করোনার কারণে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সা। প্রবল বিক্ষোভের মুখে পড়ে দায়িত্ব ছেড়েছেন জোসেপ বার্তোমেউও। চলতি বছরের ৭ মার্চ নির্বাচন হবে ক্লাবে।

এ মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁর সেই আবেদন গৃহীত হয়নি। প্রায় দুই যুগ ধরে বার্সেলোনার হয়ে ৩০টি ট্রফি জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার। রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে জিততে পারলে লা লিগার লিগ তালিকায় দু নম্বরে উঠে আসবে বার্সা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement