Neeraj Chopra

Neeraj Chopra: এ বার গ্রামেই অনুশীলন করতে পারবেন অলিম্পিক্স সোনাজয়ী নীরজ, তাঁকে কী সুবিধা দিচ্ছে হরিয়ানা সরকার

নীরজের বাড়ি পানিপথের খান্দ্রা গ্রামে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশা স্টেডিয়াম তৈরি হলে গ্রামের বাড়িতে থাকলেও নীরজের প্রস্তুতি ব্যাহত হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৫:৫৬
Share:

নীরজ চোপড়া। ফাইল ছবি।

নীরজ চোপড়ার গ্রামে তৈরি হবে স্টেডিয়াম। জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। পানিপথে একটি চিনি কারখানার উদ্বোধন করতে গিয়ে এই আশ্বাস দিয়েছেন খট্টর।

খট্টর জানিয়েছেন, নীরজ অলিম্পিকে সোনার পদক জিতে দেশকে গর্বিত করেছেন। গর্বিত করেছেন হরিয়ানাকেও। এর পরেই তিনি বলেন, ‘‘নীরজের গ্রামে ১০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করবে হরিয়ানা সরকার।’’ উল্লেখ্য নীরজের বাড়ি পানিপথের খান্দ্রা গ্রামে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশা এই স্টেডিয়াম তৈরি হলে গ্রামের বাড়িতে এলেও অনুশীলন করতে পারবেন নীরজ। তাঁর প্রস্ততিতে কোনও রকম ব্যাঘাত ঘটবে না।

Advertisement

রাজ্যের খেলাধুলোর উন্নতিতে সন্তোষ প্রকাশ করে খট্টর জানিয়েছেন, হরিয়ানা এখন দেশের খেলাধুলোর অন্যতম কেন্দ্র। বিভিন্ন খেলায় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু ক্রীড়াবিদ উঠে এসেছেন হরিয়ানা থেকে। জাতীয় এবং আন্তর্জাতিক সাফল্য পেলে দেশের মধ্যে হরিয়ানাই সর্বোচ্চ অঙ্কের পুরস্কার দেয় ক্রীড়াবিদদের উৎসাহিত করতে। করোনার জন্য ২০২১ সালে একাধিক বার বাতিল হয়েছে খেলো ইন্ডিয়া গেমস। আগামী ৪ জুন থেকে ১৩ জুন হরিয়ানাতে আয়োজিত হবে খেলো ইন্ডিয়া গেমস।

উল্লেখ্য টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন নীরজ। আলিম্পিক্স অ্যাথলেটিক্সে এটাই ভারতের প্রথম সোনার পদক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement