prithvi shaw

IPL 2022: পৃথ্বী শ-র নতুন বাড়ি, দাম আইপিএলের পাঁচ বছরের আয়েরও বেশি

২৮ এপ্রিল বাড়ি কেনেন পৃথ্বী। ২০১৮ সালে অনূর্ধ্ব ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা পৃথ্বী এখন থেকে মুম্বইয়ের বান্দ্রাবাসী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৪:৪৩
Share:

—ফাইল চিত্র

মুম্বইয়ের বান্দ্রায় বাড়ি কিনেছেন পৃথ্বী শ। সেই বাড়ির দাম দিল্লি ক্যাপিটালসের ওপেনারের পাঁচ বারের আইপিএলের আয়ের বেশি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেসি রোডে একটি বহুতলের ন’তলায় ২২০৯ বর্গ ফুটের বাড়ি কিনেছেন তিনি।

শুধু বাড়ি নয়, সেই সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও কিনেছেন তিনি। স্ট্যাম্প ডিউটি হিসেবেই নাকি সাড়ে ৫২ লক্ষ টাকা দিয়েছেন পৃথ্বী। বাড়ির দাম সাড়ে ১০ কোটি টাকা। ২০১৮ সালের আইপিএলে ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি। এ বার তাঁকে নিলামে তোলেনি তারা। সাড়ে সাত কোটি টাকা দিয়ে রেখে দিয়েছিল দলে।

Advertisement

২৮ এপ্রিল বাড়ি কেনেন পৃথ্বী। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা পৃথ্বী এখন থেকে মুম্বইয়ের বান্দ্রাবাসী।

আইপিএলে খুব একটা ভাল ছন্দে নেই পৃথ্বী। এখনও অবধি ন’ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৯ রান। মাত্র দু’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement