সৌরভদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে বোর্ড। ফাইল ছবি
আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব পদে থেকে যাচ্ছেন জয় শাহ। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি তাঁদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত পরবর্তী শুনানি হবে।
বর্তমানে ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, ৩ বছর পরেই বাধ্যতামূলক কুলিং-অফে চলে যেতে হবে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আগেই সংবিধান সংশোধনের আবেদন করেছিল বিসিসিআই। ২০ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু বুধবার কোনও সিদ্ধান্ত হয়নি।
বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জানিয়েছে, পরবর্তী শুনানি হবে ১৬ ফেব্রুয়ারি। তিনি আরও জানান, এই শুনানি হবে অন্য বেঞ্চে। কারণ বিচারপতি ইন্দু মলহোত্র এই শুনানি শুনতে পারবেন না।
পরবর্তী শুনানি যাতে মসৃণ ভাবে হয়, তার জন্য এই নির্দিষ্ট মামলার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে অ্যামিকাস কিউরি পিএস নরসীমার কাছে একটি সংক্ষিপ্ত নোট জমা দিতে বলা হয়েছে।