Rishabh Pant

রোহিতদের চেয়েও খারাপ হাল পন্থের, রঞ্জিতে ফিরে মাত্র ১ রানেই আউট, মুখরক্ষা জাডেজার

রোহিত শর্মাদের চেয়েও খারাপ হাল ঋষভ পন্থের। রঞ্জিতে ফিরে মাত্র এক রানে আউট হয়েছেন ভারতের উইকেটরক্ষক। রবীন্দ্র জাডেজা একটু হলেও মুখরক্ষা করেছেন। ৫ উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৩০
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

ঘরোয়া ক্রিকেটে ফিরে রান পেলেন না ভারতের জাতীয় দলে খেলা কোনও ব্যাটার। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলদের চেয়েও খারাপ হাল ঋষভ পন্থের। রঞ্জিতে ফিরে মাত্র এক রান করে আউট হয়েছেন তিনি। একটু হলেও মুখরক্ষা করেছেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

রঞ্জিতে দিল্লি বনাম সৌরাষ্ট্রের খেলা চলছে। দিল্লির হয়ে খেলছেন পন্থ। সৌরাষ্ট্রের হয়ে জাডেজা। দিল্লির প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পন্থ। খেলেন ১০ বল। মাত্র ১ রান করেন। সৌরাষ্ট্রের আর এক স্পিনার ধর্মেন্দ্র জাডেজার বলে আউট হন তিনি। আবারও ইনিংসের শুরুতে বড় শট খেলতে যাওয়ার খেসারত দিতে হয় ভারতের বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটারকে।

সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জাডেজা। সনৎ সাঙ্গোয়ান, যশ ঢুল, আয়ুষ বাদোনি, হর্ষ ত্যাগী ও নবদীপ সাইনিকে আউট করেছেন তিনি। ১৭.৪ ওভারে ৬৬ রান দিয়েছেন জাডেজা। তাঁর স্পিনের মোকাবিলা করতে ব্যর্থ দিল্লির ব্যাটারেরা।

Advertisement

রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। সকলের নজর ছিল তাঁদের দিকে। জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণে তেমন নামকরা কেউ নেই। তাঁদের কাছেই আটকে গেলেন রোহিতেরা। প্রথমে আউট হন যশস্বী। আট বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হন তিনি। একটি মাত্র চার মারেন যশস্বী। রোহিত শুরু থেকে ধরে খেলছিলেন। তাড়াহুড়ো করেননি। কিন্তু তাতে বিশেষ সুবিধা হল না তাঁর। ১৯ বল খেলে ৩ রান করে আউট রোহিত। উমরান নাজ়িরের বল ফ্লিক করতে যান। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। ঠিক একই ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে আউট হয়েছিলেন রোহিত। পুল করতে গিয়েও থমকে গিয়েছিলেন। এই ম্যাচেও সেটা দেখা গেল। লাল বলের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা আরও এক বার প্রকাশ্যে এল।

একই হাল শুভমনেরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছে পঞ্জাব। ওপেন করেন শুভমন। কিন্তু আট বলের বেশি খেলতে পারেননি তিনি। ৪ রান করে অভিলাষ শেট্টির বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement