suresh raina

আইপিএলে হলুদ জার্সিতেই রায়না, বাদ পড়লেন চেন্নাইয়ের ৩ তারকা

গত বছর লিগে ৭ নম্বর দল ছিল চেন্নাই। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও খুব ভাল যায়নি বছরটা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৭:০১
Share:

সুরেশ রায়না। ছবি: টুইটার থেকে

আইপিএল ২০২০-তে না খেলে সুরেশ রায়না ফিরে আসার পর এই বছর তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়েই সন্দেহ ছিল ক্রিকেট মহলে। নিলামের আগে যদিও তাঁকে দলে রাখআ হচ্ছে বলেই জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

Advertisement

দলের তরফে জানানো হয়েছে, শেষ ১০ বছরে রায়না তাদের সেরা ব্যাটসম্যান। গত বছর তিনি দলের সঙ্গে থাকতে পারেননি তবে এই বছর থাকছেন। রায়নাকে রাখলেও দলের আরও ৩ তারকাকে ছেড়ে দিল চেন্নাই। অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা, ব্যাটসম্যান মুরলী বিজয় এবং অলরাউন্ডার কেদার যাদবকে ছেড়ে দিল তারা।

গত বছর লিগে ৭ নম্বর দল ছিল চেন্নাই। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও খুব ভাল যায়নি বছরটা। এই বছর ঘুরে দাঁড়াতে চাইবেন তিনি। নিলামে ঘর গোছাতে নামার আগে তাই পুরনোদের থেকেও সেরাদের বেছে নিচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই হরভজন সিংহ টুইট করে জানিয়ে দিয়েছেন চেন্নাইয়ের হয়ে এই বছর খেলবেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement