steve smith

স্টিভ স্মিথকে ছাড়ল রাজস্থান, পরবর্তী অধিনায়ক সঞ্জু স্যামসন

তারুণ্যেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৭:৩৭
Share:

এই জার্সিতে আর দেখা যাবে না স্মিথকে। —ফাইল চিত্র

রাজস্থান রয়্যালস দল থেকে বাদ পড়লেন অধিনায়ক স্টিভ স্মিথ। গত বছর স্মিথের নেতৃত্বে লিগে সবার শেষে ছিল রাজস্থান। নতুন বছর নতুন ভাবেই শুরু করতে চাইছে তারা। নিলামের আগে তাই অধিনায়ককেই বাদ দিল প্রথম আইপিএল জয়ী দল।

Advertisement

দুবাইতে সময়টা একেবারেই ভাল যায়নি স্মিথের। ১৪ ম্যাচে করেছিলেন মাত্র ৩১১ রান। গড় ছিল ২৫.৯১, তাঁর আইপিএল কেরিয়ারে যা সব থেকে কম। ব্যাটসম্যান বা অধিনায়ক স্মিথ কেউই ছাপ ফেলতে পারেননি আইপিএল ২০২০-তে। ১৪ ম্যাচে মাত্র ৬টি জয় পায় তারা। লিগের শেষ দল ছিল রাজস্থান।

এই অবস্থায় তারুণ্যেই জোর দিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট। তরুণ সঞ্জু স্যামসনকে আগামির অধিনায়ক হিসেবে বেছে নিল তারা। কেরল দলকে সৈয়দ মুস্তাল আলি ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন সঞ্জু। এবার তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে বেন স্টোকস, জোফ্রা আর্চারের মতো তারকা ক্রিকেটারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement