রাফায়েল নাদাল। ফাইল ছবি
রাফায়েল নাদালের বিরুদ্ধে ক্ষেপে গেলেন সের্জি স্তাখোভস্কি। উইম্বলডনে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের খেলতে না দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন নাদাল। এ বার নাদালের বিরুদ্ধে সুর চড়ালেন বিশ্বের প্রাক্তন ৩১ নম্বর খেলোয়াড়। তিনি ইউক্রেনের প্রাক্তন টেনিস খেলোয়াড়।
স্তাখোভস্কি ইউক্রেনের হয়ে যুদ্ধেও যোগ দিয়েছেন। তিনি নাদালের উদ্দেশে টুইট করে লেখেন, ‘আমরা এক সঙ্গে লড়াই করেছি নাদাল, বিভিন্ন ট্যুরে আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। আমাকে দয়া করে বলো ইউক্রেনের খেলোয়াড়রা যে দেশে ফিরতে পারছে না এটা কী করে ঠিক? এটা কী করে ঠিক হয় যে ইউক্রেনের খেলোয়াড়রা খেলতে পারবে না? এটা কী করে ঠিক হয় যে ইউক্রেনের মানুষ মারা যাচ্ছে?’
নাদাল বলেছিলেন, “আমার মনে হয় রাশিয়ার টেনিস খেলোয়াড়দের জন্য এটা ঠিক হল না। যুদ্ধে যা হচ্ছে সেটার জন্য খেলোয়াড়রা দায়ী নয়। ওদের জন্য আমি দুঃখিত।”
২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন। সেখানে রাশিয়ার টেনিস খেলোয়াড়রা নিষিদ্ধ হওয়ায় দেখা যাবে না ডানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভের মতো খেলোয়াড়দের। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকেও দেখা যাবে না উইম্বলডনে।
জোকোভিচও রাশিয়ার খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জানি দুটো পরিস্থিতি এক নয়, কিন্তু এমন কিছুর মধ্যে দিয়েই আমি জানুয়ারি মাসে যাচ্ছিলাম। খেলতে পারব না, এটা জানা খুব অস্বস্তির। আমি আমার সিদ্ধান্তে অটল। উইম্বলডনের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি না। এটা ঠিক নয়, এটার মধ্যে কোনও স্বচ্ছতা নেই, কিন্তু এটাই হচ্ছে।”