আমেরিকার হয়ে দু’বার অলিম্পিক্সে সোনা জেতা ব্রিটনিকে গত ১৭ ফেব্রুয়ারি মস্কো বিমানবন্দর থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে ব্যাগে আপত্তিকর বস্তু নিয়ে গিয়েছেন তিনি। রাশিয়ার করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে আমেরিকা।
বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার ফাইল চিত্র
বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে জোর করে রাশিয়া আটক করে রেখেছে বলে অভিযোগ করল আমেরিকা। রাশিয়াতে প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন ব্রিটনি। তাঁকে দু’মাসের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ জো বাইডেন প্রশাসনের।
আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা নিশ্চিত যে ব্রিটনিকে জোর করে আটক করে রেখেছে রাশিয়া। দেশের নাগরিকদের সুরক্ষা তাঁদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাই ব্রিটনিকে রাশিয়া থেকে বার করে আনার জন্য সব রকমের চেষ্টা করবেন তাঁরা।
আমেরিকার হয়ে দু’বার অলিম্পিক্সে সোনা জেতা ব্রিটনিকে গত ১৭ ফেব্রুয়ারি মস্কো বিমানবন্দর থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে ব্যাগে আপত্তিকর বস্তু নিয়ে গিয়েছেন তিনি। রাশিয়ার করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে আমেরিকা।