Sania Mirza and Shoaib Malik

‘লড়ে বিয়ে করেছিলেন সানিয়া, এই পরিণতি!’ শোয়েবের তৃতীয় বিয়ে মেলাল ক্ষিপ্ত ভারত-পাক ভক্তদের

শনিবারই প্রকাশ্যে এসেছে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর। জল্পনা দীর্ঘ দিন ধরে থাকলেও আচমকা শোয়েবের এই খবরে হতবাক সমর্থকেরা। ভারতীয় সমর্থকেরা পাশে দাঁড়িয়েছেন সানিয়ার। পাকিস্তানের সমর্থকেরাও শোয়েবের পাশে থাকতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮
Share:

শোয়েব মালিক এবং সানিয়া মির্জা। — ফাইল চিত্র।

শনিবারই প্রকাশ্যে এসেছে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর। ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের ক্রিকেটার নিজেই সেই খবর জানিয়েছেন। জল্পনা দীর্ঘ দিন ধরে থাকলেও আচমকা শোয়েবের এই খবরে হতবাক সমর্থকেরা। ভারতীয় সমর্থকেরা পাশে দাঁড়িয়েছেন সানিয়ার। পাকিস্তানের সমর্থকেরাও শোয়েবের পাশে থাকতে পারছেন না। অনেকেই আবার মাঝামাঝি অবস্থান নিয়েছেন। তাঁদের মতে, যা হয়েছে দু’জনের ভালর জন্যই হয়েছে।

Advertisement

এক সমর্থক শোয়েবের বিয়ের ছবি দিয়ে লিখেছেন, “আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না।” গগন চাওলা নামে এক জন লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেট দল এবং প্রশাসকেরা যে আনন্দ দিয়েছেন, তার থেকেও বেশি আনন্দ দিয়েছেন শোয়েব।” অসীম রিয়াজ়‌ নামে একজন লিখেছেন, “একটা গোটা সিস্টেম এবং দেশের বিরুদ্ধে লড়াই করে শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া মির্জা। এখন তাঁকে এ সব দেখতে হচ্ছে!”

প্রায় একই রকম কথা বলেছেন ইয়াং গোই নামে এক সমর্থক। তিনি লিখেছেন, “সানিয়া মির্জার জন্য খারাপ লাগছে। এক জন মানুষকে বিয়ে করার জন্য ভারতীয় সংবাদমাধ্যমের কুরুচিকর আক্রমণের মুখোমুখি হয়েছিলেন তিনি, যিনি কিনা সানিয়াকে বিয়ের আগে পর্যন্ত জানাননি যে তাঁর আগেও একটা বিয়ে ছিল। তার পরেও সানিয়া তাঁকে বিয়ে করেছেন এবং চারপাশ থেকে অনেক ঘৃণা পেয়েছেন। তার পরে ব্যাপারটা যে এ ভাবে শেষ হয়েছে এটা দেখেই খারাপ লাগছে।” সেই সুরেই আর এক সমর্থক লিখেছেন, “সানিয়া মির্জাকে দুটো দেশ থেকেই অসম্মানিত করা হয়েছিল শোয়েবকে বিয়ে করার জন্য। তবু সানিয়া একটা মানুষের প্রতি বিশ্বাস রেখে তাঁকে ভালবেসেছিলেন। তার পরেও তাঁকে প্রতারিত হতে হল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement