Richa Ghosh

Richa Ghosh: বাংলার রিচা এ বার খেলবেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে

ভারতীয় মহিলা দলের হয়ে সাম্প্রতিক সময়ে অনবদ্য ছন্দে রয়েছেন রিচা ঘোষ। অবশেষে ভাল খেলার পুরস্কার পেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৮:২২
Share:

রিচা ঘোষ।

ভারতীয় মহিলা দলের হয়ে সাম্প্রতিক সময়ে অনবদ্য ছন্দে রয়েছেন রিচা ঘোষ। অবশেষে ভাল খেলার পুরস্কার পেলেন। বিগ ব্যাশ লিগে মোটা অঙ্কে সই করলেন হোবার্ট হারিকেন্স দলে। ভারতের সপ্তম মহিলা ক্রিকেটার হিসেবে এ বারের বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করবেন তিনি।

Advertisement

এই সপ্তাহেই ১৮ পূর্ণ করেছেন রিচা। শিলিগুড়ি মেয়ের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তাঁর অভিষেক হয়েছিল। পরে সে দেশে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন। টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেটও ১০০-র উপরে। গত মাসেই একদিনের ফরম্যাটে অভিষেক হয়েছে তাঁর।

হোবার্টে সই করার পর রিচা বলেছেন, “এ বছর মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলার জন্য মুখিয়ে রয়েছি। সুযোগ দেওয়ার জন্য হারিকেন্সকে অনেক ধন্যবাদ। নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত।” বিগ ব্যাশে লিজেল লি-র পরিবর্তে নেওয়া হয়েছে রিচাকে। জৈব বলয়ে ক্লান্ত থাকায় এই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন লিজেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement