IPL 2021

IPL 2021: আর মাত্র ১২টি ম্যাচ বাকি, চেন্নাই ছাড়া আর কোন তিন দল যাবে প্লে অফে?

চেন্নাই ইতিমধ্যেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। হায়দরাবাদ ছিটকে গিয়েছে। বাকি রইল ছয় দল। কাদের সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৮:০১
Share:

প্লে অফে চেন্নাই। ছবি: টুইটার থেকে

সানরাইজার্স হায়দরাবাদ ছিটকে গিয়েছে। চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। বাকি রইল ছয় দল। কাদের সুযোগ রয়েছে প্লে-অফে যাওয়ার?

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ১৬। পরের তিনটি ম্যাচে হেরে গেলেও তৃতীয় স্থানে থাকা নিশ্চিত। ঋষভ পন্থের দল যে পরের পর্বে যাচ্ছে, তা বলাই যায়। প্রথম বা দ্বিতীয় স্থানেও শেষ করার সুযোগ রয়েছে দিল্লির।

Advertisement

তিন নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম চারে থাকার সম্ভাবনা রয়েছে তাদের। তবে নেট রানরেট (-০.২০০) বেশ কম বিরাট কোহলীদের। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। বাকি সব ম্যাচে হেরে গেলে বিপদ হতে পারে ব্যাঙ্গালোরের।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

লিগে চার নম্বর স্থান কলকাতা নাইট রাইডার্সের। ১১ ম্যাচে ১০ পয়েন্ট অইন মর্গ্যানদের। নেট রানরেটে (+০.৩৬৩) এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে। পরের তিন ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে কলকাতা। প্রথম চারে যাওয়ার সুযোগ রয়েছে তাদেরও।

Advertisement

কলকাতার সঙ্গে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.৪৫৩) পিছিয়ে মুম্বই। রোহিতদেরও সুযোগ রয়েছে প্রথম চারে থাকার। তবে বাকি ম্যাচগুলিতে বড় ব্যবধানে জিতলে কলকাতার থেকে নেট রানরেটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

সুযোগ রয়েছে পঞ্জাব কিংসেরও। তবে প্রথম দুই নয়, তৃতীয় বা চতুর্থ স্থানে থাকতে পারেন লোকেশ রাহুলরা। শেষ তিন ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেতে পারেন তাঁরা। তবে তাঁদের রাস্তা বেশ কঠিন।

খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের। তবে নেট রানরেটে (-০.৪৬৮) বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রাজস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement