ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় স্তরে উচ্চপদস্থ আমলা নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই) আয়োজন করে থাকে। চলতি বছরের পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন এবং পরীক্ষার আবেদন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে। কী ভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, তার বিশদ তথ্য নিচে দেওয়া হল।
আবেদনকারীদের যোগ্যতা:
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শর্তাবলী:
অনলাইনে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) সম্পন্ন করা প্রয়োজন। অনলাইনে আবেদনের জন্য ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) এর প্রোফাইলে তথ্য সংশোধনের জন্য ১২-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকবে।
কোন কোন বিভাগে নিয়োগ করা হবে?
ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ করা হবে। এ ছাড়াও পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ফলাফলের নিরিখে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্টস সার্ভিস, ইন্ডিয়ান ডিফেন্স এস্টেটস সার্ভিস, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস ট্রাফিক, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস পার্সোনাল, ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস অ্যাকাউন্টস, ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (কাস্টমস অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেস), ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (ইনকাম ট্যাক্স), ইন্ডিয়ান ট্রেড সার্ভিসের গ্রুপ এ এবং আর্মড ফোর্সেস হেডকোয়াটার্স সিভিল সার্ভিস (গ্রুপ বি)-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের সিভিল সার্ভিস বিভাগের গ্রুপ বি বিভাগে কর্মী হিসাবে নিয়োগ করা হবে। মোট ৯৭৯টি শূন্যপদে নিয়োগের জন্য উত্তীর্ণদের বাছাই পর্ব চলবে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৮০টি এবং মেনস-এর জন্য ২৪টি পরীক্ষাকেন্দ্র থেকে নিজের পছন্দের জায়গা বেছে নিতে পারবে পরীক্ষার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৪০০ নম্বরের এবং মেনস পরীক্ষা হবে ২০২৫ নম্বরের। আবেদনের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটে নজর রাখতে পারেন।