MS Dhoni

IPL 2021: ধোনির ভয়ে কাঁপছে ক্রিকেটবিশ্ব, মত দুই প্রাক্তনের

হায়দরাবাদ ম্যাচে ফের পুরনো মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পেয়েছেন সমর্থকরা। একার হাতে ম্যাচ শেষ করতে দেখা গিয়েছে বৃহস্পতিবারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৫:৪৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনি।

হায়দরাবাদ ম্যাচে ফের পুরনো মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পেয়েছেন সমর্থকরা। অতীতে যে ভাবে একার হাতে ম্যাচ শেষ করতেন, সেই জিনিস দেখা গিয়েছে বৃহস্পতিবারের ম্যাচেও। ছয় মেরে ম্যাচ শেষ করেছেন। দলকেও তুলে দিয়েছেন প্লে-অফে। সুনীল গাওস্কর মনে করছেন, ধোনির এই ছন্দ এ বার বিপক্ষের মনে ভয় ধরাবে।

Advertisement

গাওস্কর বলেছেন, “ধোনি অনায়াসে এই কাজটা করে। ম্যাচ শেষ ওভারে টেনে নিয়ে যায়। সমর্থকরা চিন্তায় তখন নখ খুঁটছে। এটাও তারা বুঝে গিয়েছে যে ধোনি জিতিয়ে আসবে। তবে ওই যে উদ্বেগটা তৈরি হয়, ওটাই আসল। নিজের কেরিয়ারে বহু বার এই জিনিস করে দেখিয়েছে ধোনি। এ ব্যাপারে কোনও ক্লান্তি নেই ওর মধ্যে। এখন যে ছন্দে ওকে দেখছি সেটা বিপক্ষের মনে ভয় ধরাতে বাধ্য।”

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনও ধোনির প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন, “গত দুটো মরসুম ওর কাছে ভাল যায়নি। তাই এখন থেকে যদি ওর এই ছন্দ দেখা যায়, তা হলে এটা বলে দেওয়াই যায় যে ট্রফির উপর একটা হাত ও রেখেই দিয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement