যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র
আইপিএল থেকে উঠে আসা বহু ক্রিকেটার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন। এঁদের মধ্যে অন্যতম নাম যশপ্রীত বুমরা। আইপিএল থেকে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পেলেও টেস্টে তাঁকে দলে সুযোগ করে দেওয়ার কৃতিত্ব দাবি করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘কেউ প্রথমে বিশ্বাস করেনি যে বুমরা ভাল টেস্ট বোলার হতে পারে। ওকে সকলেই সাদা বলের বিশেষজ্ঞ হিসেবে ধরে নিয়েছিল। আমি কোচ হওয়ার পর নিজেই নিজেকে প্রশ্ন করি, কী করলে বিদেশের মাটিতে আমরা বিপক্ষের ২০ উইকেট তুলতে পারব? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি অনেক টেস্ট খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে আমার ধারণা, বিদেশে টেস্ট জিততে হলে চারজন ভাল জোরে বোলার দরকার। সেই কারণেই বুমরাকে চেয়েছিলাম।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অভিষেক হয় বুমরার। এই জোরে বোলারকে কেপটাউনে খেলিয়ে চমক দিতে চেয়েছিলেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘আমি চমক দিতে চেয়েছিলাম। সেই কারণে সিরিজ শুরুর কয়েক মাস আগে বিরাট কোহলীকে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলাম। ভারতীয় পিচে ওকে না খেলাতে অনুরোধ করেছিলাম নির্বাচকদের। এই ঘটনার পর তিন বছর কেটে গিয়েছে। এতদিনে ১০১টি উইকেট নিয়ে ফেলেছে। যা অনবদ্য।’’
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট বাতিল হলেও সিরিজে ভারতেরই দাপট বেশি ছিল বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘আমার মনে হয়েছে আমরাই ভাল খেলেছি। প্রথম টেস্টে বৃষ্টি না হলে আমরাই জিততাম। তা হলে সিরিজ ৩-১ হত। শেষ টেস্ট নিয়ে তা হলে আর মাথাই ঘামাতে হত না।’’