IPL 2021

IPL 2021: রবিবার ধোনির আগে জাডেজাকে ব্যাট করতে নামার পরামর্শ ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের

ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে জাডেজা দুরন্ত ছন্দে রয়েছেন। আইপিএল-এর প্রথম পর্বেই তা দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:২১
Share:

জাডেজা এবং ধোনি, চেন্নাইয়ের দুই ভরসা। —ফাইল চিত্র

আইপিএল-এ রবিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তার আগে চেন্নাইকে উপদেশ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে মহেন্দ্র সিংহ ধোনির আগে ব্যাট করতে নামা উচিত রবীন্দ্র জাডেজার।

ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে জাডেজা দুরন্ত ছন্দে রয়েছেন। আইপিএল-এর প্রথম পর্বেই তা দেখা গিয়েছে। সাত ম্যাচে ১৩১ রান করেছেন তিনি। মঞ্জরেকর বলেন, “ধোনির আগে ব্যাট করতে নামা উচিত জাডেজার। আমার মনে হয় চেন্নাই ভাল ফল করবে। ওদের খেলার ধরন পাল্টেছে। মইন আলি এবং স্যাম কারেন বড় দায়িত্ব নিচ্ছে দলে।”

Advertisement

চেন্নাই দলে কোন কোন বিদেশির খেলা উচিত তাও জানিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, “জস হ্যাজেলউড এবং লুঙ্গি এনগিডি, দুই বিদেশি পেসারকেই একসঙ্গে খেলানো উচিত চেন্নাইয়ের। সঙ্গে মইন আলি আর যদি স্পিন থাকে পিচে তা হলে ইমরান তাহির।”

প্রথম ম্যাচে ফ্যাফ দু’প্লেসিকে পাবে না চেন্নাই। পায়ে চোট থাকার কারণে খেলতে পারবেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement