Yuvraj Singh

Yuvraj Singh: ছয় ছক্কার ১৪ বছর, ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস ফিরে দেখা

১৪ বছর কেটে গিয়েছে সেই ঘটনার। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১১:৩৪
Share:

যুবরাজের সেই কীর্তি। —ফাইল চিত্র

প্রথম টি২০ বিশ্বকাপ। সেখানেই ইতিহাস লিখেছিলেন যুবরাজ সিংহ। ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন পঞ্জাব তনয়। টি২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি।

১৪ বছর কেটে গিয়েছে সেই ঘটনার। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ। বল করছিলেন স্টুয়ার্ট ব্রড। ওভারের আগে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হয় যুবরাজের। সেই রাগের জ্বালা যেন মিটিয়েছিলেন ব্রডের উপর। একের পর এক বল মাঠের বাইরে পাঠিয়েছিলেন অবলীলায়।

Advertisement

ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। উল্টো দিকে থাকা মহেন্দ্র সিংহ ধোনি সাক্ষী ছিলেন ইতিহাসের।

সেই ছয় ছক্কার মুহূর্ত।

সেই ঘটনার কথা উল্লেখ করে ইংরেজ পেসার ব্রডের বাবা, ক্রিস ব্রড যুবরাজকে বলেছিলেন, “তুমি তো আমার ছেলের কেরিয়ারটাই শেষ করে দিলে।” তা যদিও হয়নি। ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার হয়ে উঠেছেন ব্রড। এখনও টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। যুবরাজ অবসর নিয়ে নিয়েছেন। রেখে গিয়েছেন বেশ কিছু বিধ্বংসী ইনিংস। সে বারের প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও হয়েছিলেন যুবরাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement