ছন্দে ফেরার আশ্বাস সিন্ধুর

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে চার বছর আগে রিয়ো অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপো জয়ী সিন্ধু শুক্রবার হাজির ছিলেন ইডেনে ভারতের প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট দেখতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০৪:২৬
Share:

উপহার: শেখ হাসিনার হাত থেকে স্মারক নিচ্ছেন সিন্ধু। শুক্রবার। নিজস্ব চিত্র

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। কিন্তু তার পরেই ভারতের পি ভি সিন্ধুর ঝুলিতে কোনও খেতাব নেই। কেন? তা জানতে চাইলে সিন্ধুই আত্মবিশ্বাসী মেজাজে বলছেন, ‘‘কিছু ভুলভ্রান্তি হয়েছে অবশ্যই। এগুলো খেলারই অঙ্গ। ছন্দ ব্যাহত হয়েছে। কিন্তু আমি ট্রফি হাতে ফিরবই। তার জন্য প্রস্তুতিতে কোনও খামতি রাখছি না।’’

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে চার বছর আগে রিয়ো অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপো জয়ী সিন্ধু শুক্রবার হাজির ছিলেন ইডেনে ভারতের প্রথম গোলাপি বলে দিনরাতের টেস্ট দেখতেন। সেখানেই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বললেন, ‘‘ডিসেম্বরের মাঝামাঝি সুপার সিরিজের ফাইনাল। তার জন্য নিজেকে তৈরি করছি। তার পরে টোকিয়ো অলিম্পিক্সের কথাও মাথায় রাখতে হচ্ছে। আশা করছি সব পুরনো ভুল শুধরে সেখানে নিজের সেরা ছন্দেই খেলতে পারব।’’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে গিয়েছেন অতীতে। এ দিন ইডেনে এসে আপ্লুত সিন্ধু বললেন, ‘‘ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম।’’ বিরাট কোহালির ভক্ত সঙ্গে এটাও জানিয়ে দেন, ‘‘বিরাটের ফিটনেস ঈর্ষণীয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক দেখিয়ে দিয়েছেন, খেলাটা ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন, সেখানে ফিটনেস ধরে রাখতে পারলে আপনি সাফল্য পাবেনই। বিরাটের ফিটনেসের প্রতি আগ্রহ দেখে আমি প্রেরণা পাই।’’

Advertisement

সিন্ধু বলছেন, ‘‘আগামী বছর সুপার সিরিজ, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন, অলিম্পিক্স রয়েছে। ফলে বড় পরীক্ষা আগামী বছর। সেখানে সেরা হয়েই ফিরতে চাই।’’

সিন্ধুর সঙ্গে এ দিন ইডেনে হাজির ছিলেন তাঁর কোচ পুল্লেলা গোপীচন্দও। তিনি বলছেন, ‘‘সিন্ধুর ছন্দে ফেরা সময়ের অপেক্ষা। অলিম্পিক্সের জন্য এপ্রিল পর্যন্ত সময় আছে। তার পরে তিন মাস সময় পাবে প্রস্তুতির। চার বছর আগে ওকে নিয়ে সে ভাবে বিপক্ষ কাটাছেঁড়া করত না। এখন সিন্ধুকে প্রতিনিয়ত নজরে রাখছে বিশ্বের সব প্রতিপক্ষ। তাই লড়াই হাড্ডাহাড্ডি হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement