— প্রতীকী চিত্র।
নেতাই ‘গণহত্যা’র ১৪ বছর পূর্তির দিনেও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো নিয়ে টানাপড়েনে জড়ালো তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পুলিশি অনুমতি না-দেওয়ায় তা নিয়ে শাসক তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আজ, মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তৃণমূলের কর্মসূচির জন্য সময় বরাদ্দ করেছে প্রশাসন। তিনি বিবাদে যাচ্ছেন না, পরে ‘শহিদ পরিবারে’র সঙ্গে দেখা করবেন। অন্য দিকে, দলের তরফে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে নেতাই পাঠাচ্ছে তৃণমূল। দলের নেতা ও মন্ত্রীদের থাকার কথা রয়েছে ‘শহিদ’দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডাকা সভায়। জয়প্রকাশ বলেন, ‘‘এ নিয়ে বিজেপির সঙ্গে তরজায় যাব না। এটুকু বলব, সিবিআইয়ের গা ছাড়া মনোভাবের জন্য অপরাধীরা জামিনে ছাড়া পেয়েছে।’’