Congress

রমেশের মন্তব্যে পুলিশে কংগ্রেস

শিলিগুড়ি শহর থানায় সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজেই অভিযোগ দায়ের করেছেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকার-সহ কংগ্রেসের অন্য নেতৃত্বও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:৪৪
Share:

শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। —নিজস্ব চিত্র।

কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে ‘রুচিহীন’ মন্তব্য করার জন্য দিল্লি বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ রমেশ বিধুড়ীর বিরুদ্ধে এ রাজ্যে পুলিশের কাছে অভিযোগ করল কংগ্রেস। শিলিগুড়ি শহর থানায় সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নিজেই অভিযোগ দায়ের করেছেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকার-সহ কংগ্রেসের অন্য নেতৃত্বও। দিল্লির কালকাজি থেকে বিজেপির প্রার্থী রমেশ ভোটে জিতলে ‘প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ’ রাস্তা করে দেবেন বলে বিতর্কে জড়িয়েছেন। শুভঙ্কর তাঁর অভিযোগপত্রে দাবি করেছেন, রমেশের এই মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা অনুযায়ী, মহিলাদের সম্ভ্রমহানির ঘটনা। সেই জন্য পুলিশের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement