ছবি: টুইটার। ছবি: টুইটার।
একটা সময় মাত্র ৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল চেন্নাই সুপার কিংস। সেই অবস্থা থেকে ১৫৬ রানের ইনিংস গড়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে জিতল মহেন্দ্র সিংহ ধোনির দল। এবারের আইপিএল-এর প্রথম পর্ব যে জায়গায় শেষ করেছিল, দ্বিতীয় পর্বে সেই জায়গা থেকেই শুরু করল তারা।
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ জিতে তাই ৫৮ বলে ৮৮ রান করে অপরাজিত থাকা রুতুরাজ গায়কোয়াড়, ডোয়েন ব্র্যাভো (৮ বলে ২৩)-দের কৃতিত্ব দিলেন ধোনি। সিএসকে অধিনায়ক বলেন, ‘‘আমরা ভেবেছিলাম একটা সম্মানজনক স্কোর করতে হবে। ১৪০ রান করতে পারলেই তা হয়ে যেত। কিন্তু রুতুরাজ আর ব্রাভোর জন্য ১৬০ রানের কাছাকাছি পৌঁছতে পেরেছি। এটা অসাধারণ।’’
রুতুরাজের প্রশংসা করে ধোনি আরও বলেন, ‘‘ওপেন করতে নেমেও পরিস্থিতি বুঝে শেষ অবধি খেলে গিয়েছে। অম্বাতি রায়ডু চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর আরও দায়িত্ব নিয়ে খেলেছে রুতু। ফলে রান পেতে সুবিধা হয়েছে।’’
এই উইকেটে ব্যাট করা একেবারেই সহজ ছিল না বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘‘শুরুর দিকে উইকেটে গতি ছিল না। শেষের দিকে ব্যাট করাও খুব কঠিন। উইকেটের চরিত্র বুঝতে না পারলে বড় শট খেলা যায় না।’’
এই জয়ের ফলে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস। সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল মুম্বই ইন্ডিয়ান্স।