পেত্রা কুইটোভা। ছবি রয়টার্স
সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্ত নেওয়ায় শাস্তি থেকে বাঁচতে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন নেয়োমি ওসাকা। এবার সাংবাদিক বৈঠক করতে গিয়ে এমন বিপদে পড়লেন পেত্রা কুইটোভা যে তাঁকেও নাম তুলে নিতে হল।
চলতি প্রতিযোগিতায় মহিলা বিভাগে একাদশ বাছাই ছিলেন কুইটোভা। মঙ্গলবার বেলজিয়ামের গ্রিট মিনেনকে ৬-৭ (৬-৩), ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারান তিনি। এরপরেই বাধ্যতামূলক সাংবাদিক বৈঠক করতে গিয়ে আচমকা পড়ে যান। জানা যায়, তাঁর গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। কিছুক্ষণ পরেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন কুইটোভা।
টুইটারে এক বিবৃতি পোস্ট করে কুইটোভা লিখেছেন, ‘প্রচণ্ড হতাশার সঙ্গে রোঁল গারোজ থেকে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করছি। রবিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠক করতে গিয়ে পড়ে যাই এবং গোড়ালিতে গুরুতর চোট লাগে। এমআরআই করে দলের সদস্যদের সঙ্গে আলোচনার পর না খেলার কঠিন সিদ্ধান্তটাই নিতে হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু চেষ্টা করব দ্রুত শক্তিশালী হয়ে ফিরে আসতে’।