মঙ্গলবার নোভাক জোকোভিচ। ছবি রয়টার্স
ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে নেমে কোনও সমস্যার মুখেই পড়তে হল না নোভাক জোকোভিচকে। মঙ্গলবার আমেরিকার টেনিস স্যান্ডগ্রেনকে সহজেই ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন তিনি। এই প্রথম ফ্রেঞ্চ ওপেনে রাতে পুরুষদের কোনও ম্যাচ হল।
রাত ৯টা থেকে প্যারিসে কার্ফু থাকায় ফিলিপে শাঁতিয়ের কোর্টে কোনও দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তাতে কোনও অসুবিধা হয়নি জোকোভিচের। ম্যাচ জিততে খুব একটা পরিশ্রমই করতে হয়নি। তৃতীয় সেটে একসময় তিনি পরপর পাঁচটা গেম জিতেছেন।
যদিও ম্যাচের পর জোকোভিচ বলেছেন, দর্শক থাকলে ভাল লাগত। তাঁর কথায়, “প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রোলঁ গারোজে রাতে খেলতে পেরে গর্বিত। বেশ নতুন একটা উত্তেজনা ছিল। নিজের খেলা নিয়েও আমি সন্তুষ্ট। তবে আশপাশটা বড্ড শান্ত লাগছিল। কিছু দর্শক থাকলে ব্যাপারটা বেশ জমত।” পরের রাউন্ডে উরুগুয়ের পাবলো কুয়েভাসের মুখোমুখি জোকোভিচ।