১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হাসান আলি। ছবি টুইটার
ভারতের সামনে লক্ষ্য রয়েছে ৪২০ রান। বিরাট কোহালিরা পারবেন কিনা জানা নেই। তবে ৩৭০ রানের লক্ষ্যে পৌঁছতে পারল না দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের কাছে ফাফ ডুপ্লেসিরা হারলেন ৯৫ রানে। পাকিস্তান দুই টেস্টের সিরিজ জিতে নিল ২-০ ফলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের যেমন শেষ দিন দরকার ৩৮১ রান, দক্ষিণ আফ্রিকার শেষ দিন দরকার ছিল ২৪৩ রান। ভারতের মতোই তাদের হাতে ছিল ৯ উইকেট। কিন্তু হাসান আলি এবং শাহিন শাহ আফ্রিদির দাপটে পাকিস্তান জিতে যায়। হাসান আলি ৫টি এবং শাহিন আফ্রিদি ৪টি উইকেট নেন। দিনের প্রথম ওভারেই রাসি ভ্যান ডার ডুসেনকে ফেরান হাসান আলি। এরপর এইডেন মার্করাম ও তেম্বা বাভুমা ছাড়া আর কেউ ভাল রান পাননি। মার্করাম শতরান করেন। তিনি ১০৮ রান করেন। তাঁর ইনিংসে ১৩টি চার, ৩টি ছয় রয়েছে। তবে তাঁর শতরান কাজে লাগেনি। বাভুমা ৬১ রান করেন।
দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার জন্য হাসান আলি ম্যাচের সেরা হন। সিরিজ সেরা হন মহম্মদ রিজওয়ান।