Paris Olympics 2024

অলিম্পিক্সে ব্রোঞ্জের দৌড়ে অমন, সেমিতে বিশ্বের দু’নম্বরের কাছে হেরে শুক্রবার পদকের লড়াইয়ে

জাপানের রেই হিগুচির বিরুদ্ধে হেরে গেলেন অমন সেহরাওয়াত। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের কুস্তিগির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ২১:৫১
Share:

অমন সেহরাওয়াত। —ফাইল চিত্র।

জাপানের রেই হিগুচির বিরুদ্ধে হেরে গেলেন অমন সেহরাওয়াত। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের কুস্তিগির। জাপানের কুস্তিগিরের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন অমন। ০-১০ স্কোরে হেরে গেলেন তিনি। মাত্র দেড় মিনিটের মধ্যে জিতলেন হিগুচি।

Advertisement

পুরুষদের ৫৭ কেজি বিভাগে অমন প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভকে হারিয়ে দিয়েছিলেন ১০-০ স্কোরে। টেকনিকাল সুপিরিয়রিটি পেয়ে জিতে যান ভারতীয় কুস্তিগির। কোয়ার্টার ফাইনালে অমনের প্রতিপক্ষ ছিলেন আলবেনিয়ার জেলিমখান আবাকারোভ। তিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন আবাকারোভ। সেই কুস্তিগিরের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতেছিলেন অমন। তাঁর পক্ষে ম্যাচের ফল ছিল ১২-০।

কোয়ার্টার ফাইনালে পারলেও সেমিফাইনালে পারলেন না অমন। জাপানের হিগুচি ২০২২ সালে ৬১ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত বছর ৫৭ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন তিনি। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে হিগুচি অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। এ বার তাঁর কাছে সুযোগ সোনা জেতার।

Advertisement

অমন এখনও ব্রোঞ্জের লড়াইয়ে রয়েছেন। শুক্রবার তিনি খেলবেন পুয়েরতো রিকোর ড্যারিয়ান ক্রুজ়ের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে ব্রোঞ্জ পাবেন অমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement