Paris Olympics 2024

‘ওজন কমাতে আমি ওস্তাদ’, সোনা জিতে বললেন বিনেশের ‘ফাইনাল’-এর প্রতিদ্বন্দ্বী

ফাইনালে বিনেশকে খেলতে হত আমেরিকার কুস্তিগির সারা হিল্ডেব্রান্টের বিরুদ্ধে। তিনিই বুধবার মহিলারদের ৫০ কেজি ইভেন্টে সোনা জিতেছেন। আর জিতে বললেন, “আমি ওজন কমাতে ওস্তাদ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৬:২৯
Share:

বিনেশ ফোগাট। —ফাইল চিত্র।

ওজন ১০০ গ্রাম বেশি থাকার জন্য প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে গিয়েছিলেন বিনেশ ফোগাট। ফাইনালে উঠেও তাই নামতে পারেননি পদক জয়ের লড়াইয়ে। ফাইনালে তাঁকে খেলতে হত আমেরিকার কুস্তিগির সারা হিল্ডেব্রান্টের বিরুদ্ধে। তিনিই বুধবার মহিলারদের ৫০ কেজি ইভেন্টে সোনা জিতেছেন। আর জিতে বললেন, “আমি ওজন কমাতে ওস্তাদ।”

Advertisement

বিনেশের কাছে ১০০ গ্রামের ওজন খুবই বেশি হয়ে দেখা দিয়েছিল। বুধবার সকালে ওজন মাপা হলে তাঁকে অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়া হয়। কোনও র‍্যাঙ্কই পেলেন না তিনি। আর সেমিফাইনালে বিনেশ যাঁকে হারিয়েছিলেন, কিউবার সেই গুজ়মান লোপেজ় খেললেন ফাইনালে। তাঁকে হারিয়েই সোনা জেতেন হিল্ডাব্রান্ট। তিনি বলেন, “প্রচুর উৎসব করেছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি অলিম্পিক্সে সোনা জিতেছি। এই মনে হচ্ছে জিতেছি, কিছু ক্ষণ পরেই মনে হচ্ছে জিতিনি। খুব অদ্ভুত একটা অনুভূতি।”

বিনেশের বিরুদ্ধে খেলতে হয়নি হিল্ডাব্রান্টকে। সোনাজয়ী কুস্তিগির বলেন, “আমি ওজন কমাতে ওস্তাদ। বিনেশের জন্য খারাপ লাগছে। মঙ্গলবার দুর্দান্ত খেলেছিল ও। এমন কিছু হতে পারে সেটা বিনেশ কল্পনাই করেনি। এই ভাবে অলিম্পিক্স শেষ হয়ে যাবে, ভাবতে পারেনি ও। আমি বিনেশকে সমবেদনা জানাই। ও দুর্দান্ত কুস্তিগির এবং খুব ভাল মানুষ।”

Advertisement

বৃহস্পতিবার অবসর ঘোষণা করেন বিনেশ। বুধবার অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ায় যে ধাক্কা খেয়েছিলেন, তা সামলাতে পারেননি। ওজন কমানোর জন্য জগিং, সাইক্লিং, স্কিপিং করেছিলেন বিনেশ। চুল কেটেছিলেন। রক্তও বার করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ১০০ গ্রাম বেশি থাকার জন্য বাতিল করে দেওয়া হয় বিনেশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement