Arshad Nadeem

অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদকে ষাঁড় উপহার শ্বশুরের, পাক সরকারের কাছে তিন দাবি নাদিমের

জ্যাভলিনে পাকিস্তানকে সোনা এনে দিয়েছেন আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিক্স থেকে দেশে ফেরার পরে তাঁকে ষাঁড় উপহার দিয়েছেন তাঁর শ্বশুর। পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি করেছেন আরশাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ১১:৫২
Share:

প্যারিসে সোনা জেতার পরে আরশাদ নাদিম। —ফাইল চিত্র।

পাকিস্তানের পদকের খরা কাটিয়েছেন আরশাদ নাদিম। ৩২ বছর পরে প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানকে পদক এনে দিয়েছেন তিনি। তা-ও আবার সোনা। প্যারিস থেকে দেশে ফেরার পরে তাঁকে ষাঁড় উপহার দিয়েছেন তাঁর শ্বশুর। পাকিস্তান সরকারের কাছে তিনটি দাবি করেছেন আরশাদ।

Advertisement

দেশে ফিরে নিজের গ্রাম খানেওয়ালে যান আরশাদ। সেখানে যাওয়ার পরে আরশাদের শ্বশুর মুহম্মদ নওয়াজ় তাঁকে একটি ষাঁড় উপহার দিয়েছেন। নওয়াজ় জানিয়েছেন, তাঁদের গ্রামে এই উপহার খুব সম্মানের। নওয়াজ় বলেন, “সাফল্যের পরেও শিকড় কখনও ভোলেনি আরশাদ। ও এখনও গ্রামেই থাকে। বাবা, মা, ভাইদের দেখে। তাই ওকে সম্মান জানাতে এই উপহার দিয়েছি।”

ছ’বছর আগে নওয়াজ়ের ছোট মেয়ের সঙ্গে বিয়ে হয় আরশাদের। সেই সময় আরশাদ পেশাদার খেলোয়াড় ছিলেন না। নওয়াজ় বলেন, “ছ’বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে আরশাদের বিয়ে হয়েছিল, তখন ও ছোট একটা চাকরি করত। কিন্তু জ্যাভলিন ছিল ওর নেশা। বাড়ির পাশের মাঠে ও জ্যাভলিন ছুড়ত। ধীরে ধীরে জ্যাভলিন খেলোয়াড় হয়ে গেল। এত দিনে স্বপ্ন সফল হয়েছে আরশাদের।”

Advertisement

অলিম্পিক্স থেকে ফিরে গ্রামের উন্নতির কথা শোনা গিয়েছে আরশাদের গলায়। তিনি বলেন, “আমার গ্রামে রাস্তা দরকার। রান্নার গ্যাসেরও অভাব রয়েছে। যদি সরকার এই দুটো দিক দেখে, তা হলে খুব ভাল হয়। আমার আর একটা স্বপ্ন আছে। পাশের শহর মিয়ান চান্নুতে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় তা হলে গ্রামের মেয়েরা সেখানে পড়তে যেতে পারবে। তাদের দেড়- দু’ঘণ্টা দূরে মুলতানে যেতে হবে না। বিশ্ববিদ্যালয় হলে গোটা এলাকার উন্নতি হবে।”

প্যারিসে ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জেতেন আরশাদ। তিনিই একমাত্র যিনি দু’বার ৯০ মিটারের বেশি ছোড়েন। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন নীরজ চোপড়া। ৮৯.৪৫ মিটার ছুড়েছেন ভারতীয় তারকা। গত বার টোকিয়োয় সোনা জিতলেও এ বার রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement