আর্জেন্টিনার বিরুদ্ধে গোলের পর ভারতীয় দল। ছবি: পিটিআই।
ম্যাচের ৫৬ মিনিটে মাত্র একটা বদল। তাতেই অলিম্পিক্স হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করল ভারত। ২০১৬ সালের সোনাজয়ীদের থেকে কেড়ে নিল পয়েন্ট। একই সঙ্গে কঠিন গ্রুপে বাঁচিয়ে রাখল ভারতের আশা। ম্যাচের শেষ মুহূর্তে গোলকিপারকে তুলে নিয়ে সাধারণ খেলোয়াড়কে নামানো হল। তার পরেই সমতা ফেরাল ভারত।
সোমবার ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট। আর্জেন্টিনার বিরুদ্ধে তখন ০-১ গোলে পিছিয়ে ভারত। সমতা ফেরানোর লক্ষ্যে তখন গোলকিপার পিআর শ্রীজেশকে তুলে নেওয়া হয়। নামানো হয় ‘ফিল্ড প্লেয়ার’ গুরজন্ত সিংহকে। তাতেই বদল। আর্জেন্টিনার বৃত্তে একের পর এক আক্রমণ করতে শুরু করে ভারত। পর পর পেনাল্টি কর্নার পেতে থাকে। তার মধ্যেই একটি কাজে লাগিয়ে সমতা ফেরান হরমনপ্রীত সিংহ। ১-১ হয়ে যাওয়ার পরেই গোলে ফেরানো হয় শ্রীজেশকে।
আসলে হকিতে এটি পুরনো কৌশল। এক জন খেলোয়াড়কে যত বার খুশি বদল করা যেতে পারে। গোলকিপারের নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। বাকিদের থেকে খেলার সরঞ্জাম বেশি পরা তো রয়েছেই, একটি নির্দিষ্ট জায়গার বাইরে বেরোতেও পারেন না তিনি। গোলকিপারকে তুলে নিয়ে সাধারণ খেলোয়াড়কে নামালে তিনি মাঠের যে কোনও জায়গায় যেতে পারেন, যে কোনও ভূমিকা পালন করতে পারেন। ফলে কোনও দল আক্রমণের সময় বাড়তি সুবিধা পেয়ে যায়। সোমবার সেটাই পেয়েছে ভারত। তবে সাধারণ খেলোয়াড় মোটেই গোলকিপারের মতো হাত-পা দিয়ে শট আটকাতে পারেন না। তাঁকে স্টিক দিয়েই শট বাঁচাতে হয়।
গ্রাফিক: সনৎ সিংহ।