wrestling

Nisha Dahiya: দিল্লিতে মহিলা কুস্তিগির গুলিতে নিহত, এই খবরটি ভুল ছিল

সোনীপতের হালালপুরে সুশীল কুমারের আখড়ায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দু’জনকে গুলি করে মারে বলে খবর ছড়িয়ে পড়ে, যা ঠিক নয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৮:৫৫
Share:

বাঁ দিক থেকে, কুস্তিগির নিশা দাহিয়া ও সুশীল কুমার। ছবি: টুইটার থেকে।

দেশ জুড়ে প্রায় সব সংবাদ মাধ্যমেই 'খবর' ছড়িয়ে পড়েছিল দিল্লিতে গুলি করে খুব করা হয়েছে মহিলা কুস্তিগির নিশা দাহিয়াকে। পরে জানা যায় খবরটি সর্বৈব ভুল। এটি প্রচারিত হয়েছিল আনন্দবাজার অনলাইনেও। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। যে ভুল খবরটি লেখা হয়েছিল তা অবিকল নীচে রেখে দেওয়া হল;

Advertisement

জাতীয় স্তরের মহিলা কুস্তিগির নিশা দাহিয়া ও তাঁর ভাইকে গুলি করে খুন করা হয়েছে হরিয়ানায়। সোনীপতের হালালপুরে কুস্তিগির সুশীল কুমারের আখড়ায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দু’জনকে গুলি করে মারে বলে খবর। এই ঘটনায় গুরুতর আহত নিশার মা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে কয়েক জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী আখড়ার মধ্যেই নিশার পরিবারের উপর হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নিশা ও তাঁর ভাই। তাঁর মায়ের গায়েও গুলি লাগে। তাঁকে রোহতকের পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশা ও তাঁর ভাইয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পরে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ে সুশীলের আখড়ার উপর। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকেন। সুশীলের আখড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement