রোবোটিক্স চর্চা নিয়ে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর-ইন-চার্জ এবং অধ্যাপক দেবাশীষ দত্ত। নিজস্ব চিত্র।
রোবোটিক্সের মতো ডিপ টেক চর্চায় গতি আনতে চালু হল বিশেষ গবেষণা কেন্দ্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের লেকচার হল কমপ্লেক্সে ‘কো-ইনোভেশন সেন্টার’ শীর্ষক এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির আই-হাব ফাউন্ডেশন ফর কোবোটিক্স (আইএইচএফসি)-র সঙ্গে এদিন মউ স্বাক্ষরও করা হয়।
প্রতিষ্ঠানের ডিরেক্টর-ইন-চার্জ এবং অধ্যাপক দেবাশীষ দত্তের হাতে স্মারকলিপি তুলে দেন আইএইচএফসির প্রজেক্ট ডিরেক্টর এবং অধ্যাপক সুবীরকুমার সাহা। নিজস্ব চিত্র।
এই কেন্দ্র থেকে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও ব্যবসায়িক উদ্যোগ এবং স্টার্টআপ শুরু করার বিষয়ে বিশেষ ভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি, রোবোটিক্স, কৃত্রিম মেধা, মেশিন লার্নিংয়ের মতো ডিপ টেকের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কোলাবোরেটিভ রোবোটিক্স অর্থাৎ মানুষের সঙ্গে সহাবস্থানে কাজ করবে, এমন রোবট তৈরির বিষয়ে পড়ুয়া এবং গবেষকদের উৎসাহ দেওয়া হবে।
আইএইচএফসির প্রজেক্ট ডিরেক্টর এবং অধ্যাপক সুবীরকুমার সাহা জানিয়েছেন, রোবোটিক্স নিয়ে নবীন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এই নবনির্মিত কেন্দ্রের মাধ্যমে তাঁদের এই বিষয়ে শিক্ষাদান, দক্ষতা বৃদ্ধি, পণ্য উৎপাদন এবং গবেষণামূলক কাজের সুযোগ দেওয়া হবে। পরবর্তী কালে যাতে প্রশিক্ষণমূলক কোর্সও চালু করা যেতে পারে, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
‘কো-ইনোভেশন সেন্টার’ উদ্বোধনের বিভিন্ন মুহূর্তে বিশিষ্ট অতিথিরা। নিজস্ব চিত্র।
নতুন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর-ইন-চার্জ এবং অধ্যাপক দেবাশীষ দত্ত। তিনি জানিয়েছেন, আইআইইএসটি শিবপুরের ইনস্টিটিউটশন’স ইনোভেশন কাউন্সিল (আইআইসি) এবং টেগোর সেন্টার ফর গ্রিন টেকনোলজি বিজ়নেস ইনকিউবেশন (টিসিজিটিবিআই)-এর বিশেষজ্ঞরাও এই কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে পড়ুয়া এবং গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করবেন।
সময়ের সঙ্গে রোবোটিক্স চর্চার পরিবেশ এবং পরিকাঠামোর আমূল পরিবর্তন হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির বিজ্ঞানী এবং আইআইইএসটি, শিবপুরের সাম্মানিক অধ্যাপক পদাধিকারী অমিতাভ ঘোষ এই প্রসঙ্গে আরও জানান, উচ্চশিক্ষা ক্ষেত্রে তো বটেই, স্কুল স্তরের পড়ুয়াদের মধ্যেও এই বিষয়ে চর্চার আগ্রহ বৃদ্ধি করতে এই ধরনের কেন্দ্র যথেষ্ট প্রাসঙ্গিক।
স্কুল এবং প্রতিষ্ঠানের পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টর-ইন-চার্জ এবং বিশিষ্ট অতিথিরা। নিজস্ব চিত্র।
কো-ইনোভেশন সেন্টারে প্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের তৈরি করা সিস্টেমের কার্যপ্রণালী প্রদর্শন করা হয়। পাশাপাশি, উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ মডেল স্কুল এবং সেন্ট জোওয়ান’স স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের ডিরেক্টর-ইন-চার্জ এবং আইএইচএফসির প্রজেক্ট ডিরেক্টরকে সেন্ট জোওয়ান’স স্কুলের দশম শ্রেণির পড়ুয়ারা একটি অ্যাপ-নির্ভর রোবটের কার্যপ্রণালীও ব্যাখা করে। স্কুলের অধ্যক্ষ দেবযানী ঘোষ জানিয়েছেন, স্কুলস্তরে রোবোটিক্স পড়ার সুযোগ হওয়ায় বাচ্চাদের মধ্যে আগ্রহ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই এই ধরনের কেন্দ্রের সাহায্যে তারা ভবিষ্যতে পেশা প্রবেশের জন্য আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ পাবে।